সিরাজগঞ্জে একই পরিবারের ৩ কাউন্সিলর প্রার্থীর ভোট যুদ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে একই পরিবারের ৩ জন কাউন্সিলর প্রার্থী ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। এই ৩ জন কাউন্সিলর পদ প্রার্থী সরকার দলের নেতা এবং তারা ২ জন আপন চাচাতো ভাই অপর জন ফুফাতো ভাই।
একই সুতার গাঁথা ওই ওয়ার্ডের এ ৩ জন কাউন্সিলর পদ প্রার্থী হলেন, ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর প্রার্থী সেলিম আহমেদ (পাঞ্জাবী), ৩ নং ওযার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্য সচিব কাউন্সিলর প্রার্থী মো. মামুনুর রশিদ মানুম (গাজর), শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধ প্রজন্ম লীগের সহ-সভাপতি ও সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাউন্সিলর প্রার্থী মো. লুৎফার রহমান পিন্টু (টেবিলল্যাম্প)।
স্থানীরা বলছেন, একই ওয়ার্ডের একই পরিবারের এ ৩ জন কাউন্সিলর প্রার্থী তরুন ও উদীয়মান। এবার সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে তারা কাউন্সিলর পদ প্রার্থী হওয়ায় এলাকায় সমালোচনাও রয়েছে। তবে এ নির্বাচনে কে বিজয়ী হবেন তা নিয়ে এখনও কিছু বোঝা যাচ্ছে না বলে অনেকেই এমন মন্তব্য করছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে একই পরিবারের ৩ জন কাউন্সিলর প্রার্থী ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। এই ৩ জন কাউন্সিলর পদ প্রার্থী সরকার দলের নেতা এবং তারা ২ জন আপন চাচাতো ভাই অপর জন ফুফাতো ভাই। একই সুতার গাঁথা ওই ওয়ার্ডের এ ৩ জন কাউন্সিলর পদ প্রার্থী হলেন, ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর প্রার্থী সেলিম আহমেদ (পাঞ্জাবী), ৩ নং ওযার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্য সচিব কাউন্সিলর প্রার্থী মো. মামুনুর রশিদ মানুম (গাজর), শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধ প্রজন্ম লীগের সহ-সভাপতি ও সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাউন্সিলর প্রার্থী মো. লুৎফার রহমান পিন্টু (টেবিলল্যাম্প)। স্থানীরা বলছেন, একই ওয়ার্ডের একই পরিবারের এ ৩ জন কাউন্সিলর প্রার্থী তরুন ও উদীয়মান। এবার সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে তারা কাউন্সিলর পদ প্রার্থী হওয়ায় এলাকায় সমালোচনাও রয়েছে। তবে এ নির্বাচনে কে বিজয়ী হবেন তা নিয়ে এখনও কিছু বোঝা যাচ্ছে না বলে অনেকেই এমন মন্তব্য করছেন।