নিজস্ব প্রতিনিধিঃ আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী হালিমুল হক মিরুর ২০/২৫ জনের একদল সমর্থক হামলা চালিয়ে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলামের দরগাপাড়ার নির্বাচনি ক্যাম্প ভাংচুর করেছে।
এতে চেয়ার টেবিল ভাংচুর ও পোষ্টার ছিড়ে ফেলা হয়। এ ঘটনার পরপরই ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট সহকারী কমিশনার (ভূমি) আরিফু্জ্জামান, শাহজাদপুর থানার সার্কেল এ.এস.পি আবুল হাসনাত, তদন্ত মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।ঘটনাস্থলে বিএনপি প্রার্থীর শতশত সমর্থক উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এসময় সতন্ত্র প্রার্থী আব্দুর রহিম, বিএনপি প্রার্থী নজরুল ইসলামসহ দলের অন্যান্য নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
