এনায়েতপুরে দোকান ও বসত বাড়ী ভস্মিভূত

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ এনায়েতপুরে বেতিল বাজার কবরস্থান সংলগ্ন শুক্রবার সকাল ১০ টায় অগ্নিকান্ডে ৪টি ঘর এবং ৮টি খড়ির দোকান পুড়ে ভস্মিভূত হয়। এতে ক্ষতির পরিমান প্রায় ৬ লক্ষাধিক টাকা।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নজরুল ইসলাম এর খড়ির দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়লে হোসেন মীর, আক্তার হোসেন, আব্দুল্লাহ, রাজ্জাক, জহুর আলী, তোফাজ্জল হোসেনের খড়ির দোকান কয়েকটি দোকান ও দেলোয়ার হোসেন, ফেরদৌস মন্ডল, জাহেদুল ইসলাম, শাহ আলম নূরনবীর বসত বাড়ী পুরে ছাই হয়ে যায়।

আগুন লাগার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ ও বেলকুচি ফায়ার সার্ভিস ২টি ইউনিট তাৎক্ষনিক ২ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের (ইন্সপেক্টর) শফিকুল ইসলাম ও এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন এর সত্যতা স্বীকার করে বলেন, কিভাবে আগুনের সূত্রপাত্র কিভাবে ঘটে তার কারণ জানা যায়নি।

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ এনায়েতপুরে বেতিল বাজার কবরস্থান সংলগ্ন শুক্রবার সকাল ১০ টায় অগ্নিকান্ডে ৪টি ঘর এবং ৮টি খড়ির দোকান পুড়ে ভস্মিভূত হয়। এতে ক্ষতির পরিমান প্রায় ৬ লক্ষাধিক টাকা। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নজরুল ইসলাম এর খড়ির দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়লে হোসেন মীর, আক্তার হোসেন, আব্দুল্লাহ, রাজ্জাক, জহুর আলী, তোফাজ্জল হোসেনের খড়ির দোকান কয়েকটি দোকান ও দেলোয়ার হোসেন, ফেরদৌস মন্ডল, জাহেদুল ইসলাম, শাহ আলম নূরনবীর বসত বাড়ী পুরে ছাই হয়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ ও বেলকুচি ফায়ার সার্ভিস ২টি ইউনিট তাৎক্ষনিক ২ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের (ইন্সপেক্টর) শফিকুল ইসলাম ও এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন এর সত্যতা স্বীকার করে বলেন, কিভাবে আগুনের সূত্রপাত্র কিভাবে ঘটে তার কারণ জানা যায়নি।