নিজস্ব প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শাহজাদপুর উপজেলার পাড়কোলা গ্রামে ৫ নং ওয়ার্ডের দুই পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পরাপিত কাউন্সিলর প্রার্থীরা হলেন, আনোয়ার হোসেন দুদু (টেবিল ল্যাম্প), খন্দকার মোস্তাফিজুর রহমান পিযুষ (পাঞ্জাবী)। এ হামলা সংঘর্ষে দুটি বাড়ী ঘর ভাংচুর ও ৬ রাউন্ড গুলি করার অভিযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন দুদু। হামলা সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহত হানিফ (২৫),স¤্রাট (২৩),নার্গিছ (৪৫), সুজন (২২) এর নাম জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন দুদু জানান, বিনা উস্কানিতে পিযুষের লোকজন তার বাড়ী ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও পরিবারের লোকজন কে বেধড়ক মারপিক করে গুরুতর আহত করে। এ সময় ৬ রাউন্ড ফাঁকা গুলি করে একালায় ত্রাসের সৃষ্টি করে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও পিযুষের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে তার সমর্থকেরা গুলি করার বিষয় অস্বীকার করেছে। ফলে তার বক্তব্যও পাওয়া যায়নি। এ হামলা সংঘর্ষের পর থেকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।