শাহজাদপুরে এমপি কন্যার বিবাহত্তোর রাজকীয় সংবর্ধনা- ২০ হাজার অতিথির মেজবান

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল শনিবার সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মেয়ে শান্তা রহমানের বিবাহত্তোর এক রাজকীয় সংবর্ধনা ও ২০ হাজার অতিথির মেজবানের আয়োজন করা হয়। এ সংবর্ধনাকে কেন্দ্র করে শাহজাদপুর শহর উৎসবের নগরীতে পরিনত হয়। এছাড়া ৯টি ভেনুতে আমন্ত্রিত প্রায় ২০ হাজার অতিথি মেজবান উপলক্ষে ভুড়িভোজের আয়োজন করা হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, সহকারি পুলিশ সুপার আবু ইউসুফ, সহকারি কমিশনার (ভুমি) আরিফুজ্জামান প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নের্তৃবৃন্দ।


নিজস্ব প্রতিনিধিঃ গতকাল শনিবার সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মেয়ে শান্তা রহমানের বিবাহত্তোর এক রাজকীয় সংবর্ধনা ও ২০ হাজার অতিথির মেজবানের আয়োজন করা হয়। এ সংবর্ধনাকে কেন্দ্র করে শাহজাদপুর শহর উৎসবের নগরীতে পরিনত হয়। এছাড়া ৯টি ভেনুতে আমন্ত্রিত প্রায় ২০ হাজার অতিথি মেজবান উপলক্ষে ভুড়িভোজের আয়োজন করা হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, সহকারি পুলিশ সুপার আবু ইউসুফ, সহকারি কমিশনার (ভুমি) আরিফুজ্জামান প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নের্তৃবৃন্দ।

এমপি কন্যা ফেরদৌসি রহমান শান্তা ও জামাতা নাইমুল সাত্তার সৌরভ এদিন দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে শাহজাদপুরের এহিয়া কলেজ মাঠে এসে নামেন। সেখান থেকে মোটরসাইকেল সোভাযাত্রাসহ বিসিকি বাসস্ট্যান্ডে পৌছালে শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক অভিভাবক ও ছাত্রীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং লাল গালিচা সংবর্ধনা প্রদান করেন। এরপর সেখান থেকে বর কনেকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ীতে করে নেওয়া হয় এমপি স্বপনের রূপপুরের বাসভবনে। পথে রংধনু কিন্ডার গার্টেন, শাহজাদপুর রিক্সা শ্রমিক ইউনিয়ন, ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়, ঋষিপাড়া সংখ্যালঘু সম্প্রদায়, শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পৃথক পৃথক সংবর্ধনা দেওয়া হয়। বিকেল ৫ টায় হাই স্কুল মাঠের মুক্ত মঞ্চে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশাল নাগরীক সংবর্ধনা প্রদান করা হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত কন্ঠশিল্পী কনকচাপা, ন্যান্সী, মুন, ইমরান ও বৃষ্টি। এছাড়া নৃত্য পরিবেশন করেন ঢাকা ও স্থানীয় শিল্পীবৃন্দ। যে ৯টি ভেনুতে ভুড়িভোজের আয়োজন করা হয় সেগুলি হলো, সাবেক এমপি চয়ন ইসলামের শক্তিপুরের বাসভবন, বিসিক বাসস্ট্যান্ডের সুইট ড্রিম হোটেল, সুতা মার্কেট, জেলা পরিষদ মার্কেট, মনিরামপুর ঋষিপাড়া, গার্লস স্কুল চত্বর, হাই স্কুল চত্বর, এমপির রূপপুর ও দ্বারিয়াপুর বাসভবন। এ অনুষ্ঠানে প্রায় ১৫০ মন দই ১০০ মন গরুর মাংস, ১০ মন খাসির মাংস ও ১০ মন মুরগির মাংস রান্না করা হয়। খাবার মেনুতে ছিল খাসির কাবাব, মুরগির রোষ্ট, মাংসের টিকিয়া, তেহারি, কাচ্চি বিরিয়ানি ও দই। শাহজাদপুরে ভিআইপি অতিথি ছাড়াও ১৩টি ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবন্দসহ প্রায় ২০ হাজার অতিথি ভুড়িভোজ করেন। এ সংবর্ধনা উপলক্ষে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড থেকে থানাঘাট ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা আলোক সজ্জায় সুসজ্জিত করা হয় এবং ১৫টি তোরণ নির্মাণ করা হয়। বিশিষ্ট জনেরা জানান, এই বিশাল আয়োজন শাহজাদপুরের ইতিহাসে প্রথম ও স্মরনীয় ঘটনা। ফলে এলাকাবাসী ছিল দিনভর উৎসব আমেজে।

উল্লেখ্য গত ৫ জানুয়ারী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক ন্যাম সম্মেলন কেন্দ্রে মহা ধুমধামের সাথে এমপি কন্যার রাজকীয় বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়। এতে এমপি মন্ত্রীসহ দেশ বরেন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গতকাল শনিবার এমপি জামাতার শ্বশুরালয়ে পদার্পন উপলক্ষে শাহজাদপুরে বিবাহত্তোর এ বিশাল সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।