নিজস্ব প্রতিনিধিঃ গত কয়েকদিন ধরে শাহজাদপুরে ঘন কুয়াশা ও হাড় কাপাঁনো শীত জেকে বসেছে। ফলে উপজেলার প্রায় সোয়া লাখ ভাসমান ছিন্নমূল ও হত দরিদ্র চরাঞ্চলের মানুষের চরম দূর্ভোগ বেড়েছে। এক টুকরো শীত বস্ত্রের অভাবে পলিথিনে মোড়ানো ঝুপরীতে বসে মানবেতর জীবন যাপন করছেন অনেকেই। গতকাল সোমবার মাদলা, কান্দাপাড়া, দ্বাবারিয়া ও শেরখালী এলাকা ঘুরে ভাসমান ছিন্নমুল মানুষের এ চিত্র দেখা গেছে। এছাড়া তীব্র শীতে শাহজাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়নে শিশুদের মাঝে কোল্ড ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।শাহজাদপুর উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় ২ শতাধিক শিশু। এ ছাড়া এই তীব্র শীতে স্বাস কষ্ট সহ নানা রোগ ছড়িয়ে পড়েছে।
নিজস্ব প্রতিনিধিঃ গত কয়েকদিন ধরে শাহজাদপুরে ঘন কুয়াশা ও হাড় কাপাঁনো শীত জেকে বসেছে। ফলে উপজেলার প্রায় সোয়া লাখ ভাসমান ছিন্নমূল ও হত দরিদ্র চরাঞ্চলের মানুষের চরম দূর্ভোগ বেড়েছে। এক টুকরো শীত বস্ত্রের অভাবে পলিথিনে মোড়ানো ঝুপরীতে বসে মানবেতর জীবন যাপন করছেন অনেকেই। গতকাল সোমবার মাদলা, কান্দাপাড়া, দ্বাবারিয়া ও শেরখালী এলাকা ঘুরে ভাসমান ছিন্নমুল মানুষের এ চিত্র দেখা গেছে। এছাড়া তীব্র শীতে শাহজাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়নে শিশুদের মাঝে কোল্ড ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।শাহজাদপুর উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় ২ শতাধিক শিশু। এ ছাড়া এই তীব্র শীতে স্বাস কষ্ট সহ নানা রোগ ছড়িয়ে পড়েছে।