শাহজাদপুরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা; স্বজনদের দিনব্যাপী নানা আয়োজন

নিজস্ব প্রতিনিধিঃ আজ রোববার মহান শহিদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ, পূরবী থিয়েটার, টেকটাচ্ কম্পিউটার্স যৌথ ভাবে নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, কালো ব্যাচ ধারন, প্রভাত ফেরী, শহিদ মিনারে পূষ্পস্তবক অর্পন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও টেকটাচ্ কম্পিউটারের পরিচালক মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক কবি ও নাট্যকার ম.জাহান, সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, আলহাজ্ব নজরুল ইসলাম, কবি আলহাজ্ব মাসুম রানা খাঁন, স্বজন উপদেষ্টা তাকিবুন্নাহার তাকি ও মেহেদী হাসান হিমু। এ অনুষ্ঠানে স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, রাসেল হাসান,নিহাল খাঁন,মাহমুদুল হাসান সমুদ্র, আহসানুল হক সৈকত, আলামিন হোসাইন, মিরাজ আহমেদ, গোলাম মোস্তফা, সালমান রহমান চঞ্চল, রুদ্র কুমার, নুর সামি নোমান, ইমরান হোসেন রানা, রূপস হোসেন, আলাল উদ্দিন, নাছিম হাসান, রাফি খন্দকার, রাব্বি খন্দকার, অমিত খন্দকার, প্রতিক খন্দকার, আল মামুন, প্রীথি খন্দকার, শির

নিজস্ব প্রতিনিধিঃ আজ রোববার মহান শহিদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ, পূরবী থিয়েটার, টেকটাচ্ কম্পিউটার্স যৌথ ভাবে নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, কালো ব্যাচ ধারন, প্রভাত ফেরী, শহিদ মিনারে পূষ্পস্তবক অর্পন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও টেকটাচ্ কম্পিউটারের পরিচালক মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক কবি ও নাট্যকার ম.জাহান, সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, আলহাজ্ব নজরুল ইসলাম, কবি আলহাজ্ব মাসুম রানা খাঁন, স্বজন উপদেষ্টা তাকিবুন্নাহার তাকি ও মেহেদী হাসান হিমু। এ অনুষ্ঠানে স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, রাসেল হাসান,নিহাল খাঁন,মাহমুদুল হাসান সমুদ্র, আহসানুল হক সৈকত, আলামিন হোসাইন, মিরাজ আহমেদ, গোলাম মোস্তফা, সালমান রহমান চঞ্চল, রুদ্র কুমার, নুর সামি নোমান, ইমরান হোসেন রানা, রূপস হোসেন, আলাল উদ্দিন, নাছিম হাসান, রাফি খন্দকার, রাব্বি খন্দকার, অমিত খন্দকার, প্রতিক খন্দকার, আল মামুন, প্রীথি খন্দকার, শিরিনা পারভীন, জান্নাতুল ফেরদৌসী শিফা ও রূপন্তি । ভোরে প্রভাত ফেরী শেষে সরকারি কলেজ শহিদ মিনারে পূষ্পস্তবক অর্পন করা হয়। এরপর আলোচনা সভা শেষে স্বজন বন্ধুরা কবিতা আবৃত্তি পরিবেশন করেন ।