শাহজাদপুরে ৩ দফা দাবিতে ইউপি সচিবদের কর্মবিরতি কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে ইউপি সচিবদের ৩ দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) আয়োজিত ৩ দফা দাবিতে ২ দিন ব্যাপী এ কর্মবিরতি কর্মসূচি শাহজাদপুর উপজেলা পরিষদ চত্তরে শুরু করেছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের সচিবগণ অবস্থান নিয়ে এ কর্মসূচি সফল করে তোলে। এ সময় তারা ৩ দফা দাবি আদায়ের লক্ষে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্তরে বিক্ষোভ প্রদর্শণ করে। এ সময় বক্তব্য রাখেন গালা ইউপি সচিব রেকাব আলী, খুকনী ইউপি সচিব হালিমুল সরকার, কায়েমপুর ইউপি সচিব নাঈমুল ইসলাম, জালালপুর ইউপি সচিব এসএমএ জিয়াউল হক, গাড়াদহ ইউপি সচিব হুমায়ুন কবির, পোতাজিয়া ইউপি সচিব আলামিন হোসেন, রূপবাটি ইউপি সচিব মহাব্বত হোসেন, পোরজনা ইউপি সচিব মনিরুজ্জামান, হাবিবুল্লাহনগর ইউপি সচিব আব্দুল হালিম, বেলতৈল ইউপি সচিব আজাদ হোসেন, কৈজুরি ইউপি সচিব ইউনুছ আলী, সোনাতনী ইউপি সচিব আব্দুল হালিম, নরিনা ইউপি সচিব আমিনুল ইসলাম। দাবিগুলি হল, ইউপি সচিবদের পদবী পরিবর্তন করে ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তার পদমর্যাদা প্রদ

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে ইউপি সচিবদের ৩ দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) আয়োজিত ৩ দফা দাবিতে ২ দিন ব্যাপী এ কর্মবিরতি কর্মসূচি শাহজাদপুর উপজেলা পরিষদ চত্তরে শুরু করেছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের সচিবগণ অবস্থান নিয়ে এ কর্মসূচি সফল করে তোলে। এ সময় তারা ৩ দফা দাবি আদায়ের লক্ষে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্তরে বিক্ষোভ প্রদর্শণ করে। এ সময় বক্তব্য রাখেন গালা ইউপি সচিব রেকাব আলী, খুকনী ইউপি সচিব হালিমুল সরকার, কায়েমপুর ইউপি সচিব নাঈমুল ইসলাম, জালালপুর ইউপি সচিব এসএমএ জিয়াউল হক, গাড়াদহ ইউপি সচিব হুমায়ুন কবির, পোতাজিয়া ইউপি সচিব আলামিন হোসেন, রূপবাটি ইউপি সচিব মহাব্বত হোসেন, পোরজনা ইউপি সচিব মনিরুজ্জামান, হাবিবুল্লাহনগর ইউপি সচিব আব্দুল হালিম, বেলতৈল ইউপি সচিব আজাদ হোসেন, কৈজুরি ইউপি সচিব ইউনুছ আলী, সোনাতনী ইউপি সচিব আব্দুল হালিম, নরিনা ইউপি সচিব আমিনুল ইসলাম। দাবিগুলি হল, ইউপি সচিবদের পদবী পরিবর্তন করে ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তার পদমর্যাদা প্রদান, শতভাগ বেতনভাতা ও সকল সুবিধাদী সরকারি কোষাগার থেকে প্রদান ও আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান। বক্তারা বলেন, তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাই মানবিক বিবেচনার জন্য তারা প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।