শরীফ আহমদ ইন্না: বেলকুচি উপজেলায় ট্রাক চাপায় আলহাজ হোসেন (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই স্কুল ছাত্র। এ ঘটনায় ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসি। মঙ্গলবার বেলা সোয়া বারটার দিকে উপজেলার মাইঝাইল গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত আলহাজ্ব হোসেন (৭) চর মাইঝাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও চর মাইঝাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। আহত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, মঙ্গলবার বেলা সোয়া বারটার দিকে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরছিল আলহাজ্ব ও তার দুই সহপাঠি। পথে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলহাজ্ব নিহত হয় ও আহত হয় অপর দুইজন। পরে স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ট্রাকটিতে অগ্নিসংযোগ করে ও আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।