নিজস্ব প্রতিনিধিঃ গতকাল শনিবার সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে ৮ বছরের একটি শিশুকে ২ সন্তানের জনক লম্পট মন্টু মিয়া (৩৫) অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার আত্মচিৎকারে আসপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং লম্পট মন্টু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। শাহজাদপুর থানা পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে যানা যায়, গঙ্গাপ্রসাদ গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে লামিয়া (৮) নানী বাড়ি থেকে নদীর ধার দিয়ে নিজ বাড়িতে ফেরার সময় নির্জন পেয়ে একই গ্রামের আলমের ছেলে ২ সন্তানের জনক লম্পট মন্টু মিয়া (৩৫) তাকে অপহরণ করে। এরপর গামছা দিয়ে হাত পা ও মুখ বেধে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় নদীতে গোসল করতে গিয়ে শিশুর চাচাতো ভাই এঘটনা দেখে চিৎকার চেচামেচি শুরু করে। মূহুর্তে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।