উল্লাপাড়ায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ উল্লাপাড়ায় এক পথচারীর মোবাইল ফোন ছিনতাইয়ের সময় জনতার সহযোগিতায় পুলিশ দুই ছিনতাইকারীকে আটক করেছে।
এরা হলো- উল্লাপাড়া উপজেলার তারুটিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল (২০) এবং আলতাফ হোসেনের ছেলে আবু তালহা (২২)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সময় উক্ত তারুটিয়া গ্রামের পাশের রাস্তায় মাসুদ রানা নামের এক পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে উল্লিখিত দুই ছিনতাইকারী দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের পিছু ধাওয়া করে। পরে টইল পুলিশ এদের আটক করে। এদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মোটর সাইকেল ছিনতাই মামলা রয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানা মামলা হয়েছে।