শাহজাদপুর পৌরসভার মেয়রের ব্যাতিক্রমি উদ্যোগ

শাহজাদপুর পৌরসভা পরিচ্ছন্ন করতে শুধু দিনে নয় রাত্রীতেও শহর পরিস্কার পরিচ্ছন্নতা করা হবে। শাহজাদপুর পৌর এলাকার বাসিন্দারা প্রাত ভ্রমনে বের হলে মুক্ত বাতাসের পরিবর্তে ময়লা আবর্জনা স্তুপের গন্ধ পেতেন।
তাদের এই সমস্যায় যেন আর পড়তে না হয় তার জন্য রাত্রীকালীন পরিস্কার পরিচ্ছন্নতার কাজ হাতে নিয়েছি। শুধু শহর পরিস্কারই নয়, সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে যেত আর তাই ড্রেন সংস্কারের কাজও শুরু করেছি। আমার সময়কালীন এই পৌর শহরকে আধুনিক যুগোপযোগী পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভায় রুপান্তর করব ইনশাল্লাহ। শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু আজ সোমবার রাত ৯টায় রাত্রীতে পৌর শহর পরিস্কার পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন করার সময় উপরোক্ত কথা বলেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জামাল উদ্দীন, প্রেস ক্লাবের সেক্রেটারি শফিকুজ্জামান শফি, কনঞ্জাভেনসি ইন্সপেক্টর ও পৌরকর্মচারী পরিষদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, সাংবাদিক সাগর বসাক প্রমুখ।


সূত্র:www.newsamardesh.com

শাহজাদপুর পৌরসভা পরিচ্ছন্ন করতে শুধু দিনে নয় রাত্রীতেও শহর পরিস্কার পরিচ্ছন্নতা করা হবে। শাহজাদপুর পৌর এলাকার বাসিন্দারা প্রাত ভ্রমনে বের হলে মুক্ত বাতাসের পরিবর্তে ময়লা আবর্জনা স্তুপের গন্ধ পেতেন। তাদের এই সমস্যায় যেন আর পড়তে না হয় তার জন্য রাত্রীকালীন পরিস্কার পরিচ্ছন্নতার কাজ হাতে নিয়েছি। শুধু শহর পরিস্কারই নয়, সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে যেত আর তাই ড্রেন সংস্কারের কাজও শুরু করেছি। আমার সময়কালীন এই পৌর শহরকে আধুনিক যুগোপযোগী পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভায় রুপান্তর করব ইনশাল্লাহ। শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু আজ সোমবার রাত ৯টায় রাত্রীতে পৌর শহর পরিস্কার পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন করার সময় উপরোক্ত কথা বলেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জামাল উদ্দীন, প্রেস ক্লাবের সেক্রেটারি শফিকুজ্জামান শফি, কনঞ্জাভেনসি ইন্সপেক্টর ও পৌরকর্মচারী পরিষদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, সাংবাদিক সাগর বসাক প্রমুখ। সূত্র:www.newsamardesh.com