শাহজাদপুরে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক এমপির বাড়িতে বোমা হামলা গুলি বর্ষণ

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল বুধবার রাতে শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম (আনারস) ও তার সমর্থক জাতীয় পার্টির সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার চান মিয়া, শুকুর মেম্বার ও বিএনপি প্রার্থী আব্দুল কায়ুমের (ধানের শীষ) বাড়িতে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী বোমা হামলা গুলি ও বর্ষণ করেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে ।এ ছাড়া সেখানে র‌্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে ।এ ঘটনার প্রতিবাদে আজ বিকেলে জগতলা মাঠে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এতে কায়ুম ও জহুরুলের সমর্থকেরা বক্তব্য রাখেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বুধবার রাত ১০ টার দিকে একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে ১০/১২ জনের সিভিল পোষাকধারী একটি সন্ত্রাসী বাহিনী শাহজাদপুর থেকে কৈজুরী বাজারে যায়। সেখানে কিছু সময় অবস্থানের পর ফিরে যাওয়ার সময় কিছু বুঝে ওঠার আগেই তারা বাজারে এলোপাথারী ভাবে গুলি বর্ষণ করতে থাকে। এতে সবাই হতবাগ ও আতংকিত হয়ে দিকবিদিক ছুটছুটি করতে থাকে । এতে বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে