নিজস্ব প্রতিনিধিঃ আজ শনিবার সকাল ১১ টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদ নির্বচন চলাকালে পাথালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৬০টি ব্যালট বই নৌকার সমর্থকরা লুট করে নিয়ে যায়। এ লুটের সাথে মহিলা ও পুরুষ মেম্বাররাও জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুই ঘন্টা পর তারা আবার সীল মারা ব্যালট পেপার গুলো বাক্সে ফেলে গেছে। এ ঘটনায় ওই ভোট কেন্দ্রটি স্থগিত করে দেয়া হয়েছে । এ ছাড়া কৈজুরী হাইস্কুল কেন্দ্র থেকে জাল ভোট দেয়ার দায়ে এক যুবককে আটক করা হয়েছে। চরকৈজুরী বালিকা বিদ্যালয় কেন্দ্রে পলিং অফিসারের কাছ থেকে ব্যালট বই ছিনিয়ে নিয়ে ২৫/৩০ টি ব্যালট পেপারে নৌকার সীল দিয়েছে বলে এক পলিং অফিসার জানিয়েছে। এ ছাড়া সকালের মধ্যেই নৌকার সমর্থকরা অধিকাংশ কেন্দ্র দখল করে নেয়।