শাহজাদপুরে অচল তালগাছি করতোয়া কলেজ

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার তালগাছী করতোয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষর নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে এবং তার অপসারণের দাবিতে শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা গত ২ দিন ধরে আন্দোলন শুরু করেছে। ফলে এ আন্দোলনে কলেজটি অচল হয়ে পড়েছে। আন্দোলন কর্মসূচির মধ্যে ছিল, শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন, ধর্মঘট ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন। এ কর্মসূচি চলাকালে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার কলেজের সকল কার্যক্রম বন্ধ হয়ে কলেজটি অচল হয়ে পড়েছে।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষকদের মধ্যে মোঃ শফিউল আলম স্বপন, জামাল উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওয়াহাব, কর্মচারীদের মধ্যে আলম মিয়া, শাহজালাল প্রমুখ।
বক্তারা বলেন, কলেজের অধ্যক্ষ তানজিলা রহমান নানা অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত করেছে। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি একক ভাবে কলেজ পরিচালনা করে থাকেন। শিক্ষক কর্মচারীদের সাথে অসদাচরণ করছেন দীর্ঘদিন ধরে। এর প্রতিবাদ করলে চাকুরী থেকে বরখাস্ত করার হুমকি দেয়া হয়। এ কারনে আমরা তার অপসারনের দাবীতে এ আন্দোলন কর্মসূচী শুরু করেছি। পরে তারা অনিয়ম ও দূর্নিতীর ১২ দফা উল্লেখ করে শা

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার তালগাছী করতোয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষর নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে এবং তার অপসারণের দাবিতে শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা গত ২ দিন ধরে আন্দোলন শুরু করেছে। ফলে এ আন্দোলনে কলেজটি অচল হয়ে পড়েছে। আন্দোলন কর্মসূচির মধ্যে ছিল, শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন, ধর্মঘট ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন। এ কর্মসূচি চলাকালে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার কলেজের সকল কার্যক্রম বন্ধ হয়ে কলেজটি অচল হয়ে পড়েছে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষকদের মধ্যে মোঃ শফিউল আলম স্বপন, জামাল উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওয়াহাব, কর্মচারীদের মধ্যে আলম মিয়া, শাহজালাল প্রমুখ। বক্তারা বলেন, কলেজের অধ্যক্ষ তানজিলা রহমান নানা অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত করেছে। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি একক ভাবে কলেজ পরিচালনা করে থাকেন। শিক্ষক কর্মচারীদের সাথে অসদাচরণ করছেন দীর্ঘদিন ধরে। এর প্রতিবাদ করলে চাকুরী থেকে বরখাস্ত করার হুমকি দেয়া হয়। এ কারনে আমরা তার অপসারনের দাবীতে এ আন্দোলন কর্মসূচী শুরু করেছি। পরে তারা অনিয়ম ও দূর্নিতীর ১২ দফা উল্লেখ করে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ তানজিলা রহমান দাবি করেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরো বলেন, আমি কোন অনিয়ম-দূর্নীতি করিনি। কোন অনিয়ম দূর্ণীতির প্রশ্রোয়ও দেইনা। তাই একটি স্বার্থান্বেষী মহল আমাকে হেওপতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরণের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।