শাহজাদপুরে আইগবাড়িতে ২৪ প্রহর ব্যাপি মহানাম ও লীলাকীর্তন অনুষ্ঠিত

রাম চন্দ্র সাহা মিলন : কলিহত জীবের শান্তি কামনায় ২১শে জানুয়ারী শনিবার, গত ১৬ জানুয়ারী থেকে ২০শে জানুয়ারী পর্যন্ত ২৪ প্রহর ব্যাপি মহানাম যঙ্ঘানুষ্ঠান ও অষ্টকালীন লীলা সংকীতন অনুষ্ঠান অনুষ্ঠিত ।
গত ১৬ই জানুয়ারী শ্রী মদ্ভগবত গীতা পাঠ অন্তে মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাস এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । গীতা পাঠ করেন শ্রী প্রণব কুমার কুন্ডু ।
১৭, ১৮, ১৯শে জানুয়ারী ২৪ প্রহর ব্যাপি মহানাম সংকীতন অনুষ্ঠিত হয় । নাম সূধা পরিবেশন করেন রুপ সনাতন, ঢাকা, জয় নিতাই সম্প্রাদায়, মাদারীপুর, আদি জয় নিতাই সম্প্রাদায়, ঝিনাইদহ, আদি শ্রী গুরু সম্প্রাদায়, মাগুড়া, রাধাকৃঞ্চ সম্প্রাদায়, কালীগঞ্জ, শ্রী শ্রী মহাপ্রভু সেবা আশ্রম, শক্তিপুর প্রমূখ দল ।
২০শে জানুয়ারী লীলা মাধুরী পরিবেশন করেন শ্রী অধ্যাপক মিহির চন্দ্র ঘোষ, শ্রী রাধারাম দাস অধিকারী, শ্রী অসিত কুমার গগন প্রমূখ দল ।
প্রতিদিন হাজার হাজার ভক্ত ভগবানের নাম শ্রবণ করেন ও প্রসাদ সেবা নেন ।
২১শে জানুয়ারী শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ উতসব অন্তে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

রাম চন্দ্র সাহা মিলন : কলিহত জীবের শান্তি কামনায় ২১শে জানুয়ারী শনিবার, গত ১৬ জানুয়ারী থেকে ২০শে জানুয়ারী পর্যন্ত ২৪ প্রহর ব্যাপি মহানাম যঙ্ঘানুষ্ঠান ও অষ্টকালীন লীলা সংকীতন অনুষ্ঠান অনুষ্ঠিত । গত ১৬ই জানুয়ারী শ্রী মদ্ভগবত গীতা পাঠ অন্তে মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাস এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । গীতা পাঠ করেন শ্রী প্রণব কুমার কুন্ডু । ১৭, ১৮, ১৯শে জানুয়ারী ২৪ প্রহর ব্যাপি মহানাম সংকীতন অনুষ্ঠিত হয় । নাম সূধা পরিবেশন করেন রুপ সনাতন, ঢাকা, জয় নিতাই সম্প্রাদায়, মাদারীপুর, আদি জয় নিতাই সম্প্রাদায়, ঝিনাইদহ, আদি শ্রী গুরু সম্প্রাদায়, মাগুড়া, রাধাকৃঞ্চ সম্প্রাদায়, কালীগঞ্জ, শ্রী শ্রী মহাপ্রভু সেবা আশ্রম, শক্তিপুর প্রমূখ দল । ২০শে জানুয়ারী লীলা মাধুরী পরিবেশন করেন শ্রী অধ্যাপক মিহির চন্দ্র ঘোষ, শ্রী রাধারাম দাস অধিকারী, শ্রী অসিত কুমার গগন প্রমূখ দল । প্রতিদিন হাজার হাজার ভক্ত ভগবানের নাম শ্রবণ করেন ও প্রসাদ সেবা নেন । ২১শে জানুয়ারী শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ উতসব অন্তে অনুষ্ঠানের সমাপ্তি হবে।