শাহজাদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস, ২০১৭ পালিত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ শনিবার শাহজাদপুরে ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৭ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন, সংক্ষিপ্ত পথসভাসহ জনসচেতনতামূলক নানা কর্মসূচী পালিত হয়েছে। সকালে শাহজাদপুর পৌরসদরের প্রগতি সংঘ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে শেষ হয়। পরে সেখানে আধাঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক মো: মেহেদুল ইসলাম সর্দার, প্রগতি সংঘের সভাপতি ও বিশিষ্ট তাঁতবস্ত্র রফতানীকারক এনামুল হাসান মোজমাল, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আলমাস, যুবলীগ নেতা রাজীব শেখ, ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক কামরুজ্জামান শাহীন প্রমূখ। বক্তারা বলেন,‘মাদকাশক্তি একটি মানষিক রোগ। এ রোগে আক্রান্তদের অবহেলায় নয়, ভালোবাসার মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করে শারীরীক, মানষিক, চারিত্রিক, নৈতিক, সামাজিক ও আধ্যাতিক উন্নতির মাধ্যমে সুস্থ্য স্বাভাবিক

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ শনিবার শাহজাদপুরে ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৭ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন, সংক্ষিপ্ত পথসভাসহ জনসচেতনতামূলক নানা কর্মসূচী পালিত হয়েছে। সকালে শাহজাদপুর পৌরসদরের প্রগতি সংঘ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে শেষ হয়। পরে সেখানে আধাঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক মো: মেহেদুল ইসলাম সর্দার, প্রগতি সংঘের সভাপতি ও বিশিষ্ট তাঁতবস্ত্র রফতানীকারক এনামুল হাসান মোজমাল, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আলমাস, যুবলীগ নেতা রাজীব শেখ, ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক কামরুজ্জামান শাহীন প্রমূখ। বক্তারা বলেন,‘মাদকাশক্তি একটি মানষিক রোগ। এ রোগে আক্রান্তদের অবহেলায় নয়, ভালোবাসার মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করে শারীরীক, মানষিক, চারিত্রিক, নৈতিক, সামাজিক ও আধ্যাতিক উন্নতির মাধ্যমে সুস্থ্য স্বাভাবিক জিবনে ফিরিয়ে আনা সম্ভব। আর পাবনা ও সিরাজগঞ্জ জেলা একমাত্র সরকারিভাবে অনুমোদনকৃত প্রতিষ্ঠান শাহজাদপুরের বিসিক বাসষ্ট্যান্ড সংলগ্ন ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ডিটক্সিফিকেশন, কগনেটিভ বিহেভিয়ার থেরাপি, শিক্ষামূলক ক্লাস ও সেশন, ওয়ার্ক কন্ডিশনিং, মটিভেশন, ব্যাক্তিগত কাউন্সেলিং, রিল্যাক্স প্রিভেনশন প্লানিং , গ্রুপ থেরাপি, শিথিলায়ন ও মেডিটেশন, দ্বাদশ ধাপ দিয়ে কাউন্সেলিং, পারিবারিক কাউন্সেলিং ও ক্লাস, বিনোদন ও খেলাধুলা, নামাজ ও ধর্মীয় বই পড়ার অনুশীলন এবং ফলোআপ ও আফটার কেয়ার এসব চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মাদকে আসক্তদের সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছে। বক্তারা ওই কাজে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসারদের নিয়মিত তদারিক ও দিকনির্দেশনার জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।’ ওই কর্মসূচীতে এলাকার শতাধিক যুবকেরা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়।