টানা দু‘দিন ধরে বৃষ্টির জেরঃ শাহজাদপুরে ১৭টি ইটভাটার ১ কোটি ২ লাখ টাকার কাঁচা ইট নষ্ট

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গত দু‘দিন ধরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে উপজেলার ১৭টি ইটভাটার প্রায় ১ কোটি ২ লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। ইট তৈরীর মৌসুমের শুরুতেই প্রাকৃতিক এ দুর্যোগের কারণে ইট ভাটার মালিকরা চরম লোকশানে পড়েছে। গত শনিবার সকাল থেকে রবিবার রাত পর্যন্ত অবিরাম এ বৃষ্টিপাতের ফলে ইট ভাটা গুরৈার এ করুন অবস্থা হয়েছে। বিভিন্ন ভাটা ঘুরে দেখা গেছে, কিছু ইট পলিথিন দিয়ে ঢাকতে পারলেও বেশীর ভাগ ইট বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। মাদলার ইট ভাটার মালিক সোলেমান সিকদার বলেন, অধিকাংশ ভাটাতে ইট পেড়ানোর জন্য কাঁচা ইট প্রস্তুত করা হচ্ছে। এমন সময় হঠাৎ এ বৃষ্টিতে ন্ষ্ট হয়ে গেছে রোদে শুকানো অধিকাংশ ইট। তিনি আরও বলেন প্রতিটি ইট ভাটায় কমপক্ষে আনুমানিক ৬ লাখ টাকার ইট নষ্ট হয়েছে। ফলে এ বছর এ উপজেলায় ইটের দাম বৃদ্ধির আশংকা করছে ক্রেতারা।

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গত দু‘দিন ধরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে উপজেলার ১৭টি ইটভাটার প্রায় ১ কোটি ২ লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। ইট তৈরীর মৌসুমের শুরুতেই প্রাকৃতিক এ দুর্যোগের কারণে ইট ভাটার মালিকরা চরম লোকশানে পড়েছে। গত শনিবার সকাল থেকে রবিবার রাত পর্যন্ত অবিরাম এ বৃষ্টিপাতের ফলে ইট ভাটা গুরৈার এ করুন অবস্থা হয়েছে। বিভিন্ন ভাটা ঘুরে দেখা গেছে, কিছু ইট পলিথিন দিয়ে ঢাকতে পারলেও বেশীর ভাগ ইট বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। মাদলার ইট ভাটার মালিক সোলেমান সিকদার বলেন, অধিকাংশ ভাটাতে ইট পেড়ানোর জন্য কাঁচা ইট প্রস্তুত করা হচ্ছে। এমন সময় হঠাৎ এ বৃষ্টিতে ন্ষ্ট হয়ে গেছে রোদে শুকানো অধিকাংশ ইট। তিনি আরও বলেন প্রতিটি ইট ভাটায় কমপক্ষে আনুমানিক ৬ লাখ টাকার ইট নষ্ট হয়েছে। ফলে এ বছর এ উপজেলায় ইটের দাম বৃদ্ধির আশংকা করছে ক্রেতারা।