নিজস্ব প্রতিনিধিঃ যুগান্তর স্বজন সমাবেশের ১৯ বছরে পর্দাপণ উপলক্ষে গতকাল রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক বর্ণীল আনন্দ আড্ডার আয়োজন করা হয়। উপজেলার পৌর এলাকার রূপপুর নতুনপাড়া সংলগ্ন করতোয়া নদীর বুকে জেগে ওঠা বিশাল সবুজ চরে অনুষ্ঠিত এ আনন্দ আড্ডায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট কবি, নাট্যকার ও সাংবাদিক মোঃ মুমীদুজ্জামান জাহান। বিশেষ অতিথি ছিলেন, কবি মমতাজ উদ্দিন শেখ ও তাকিবুন্নাহার তাকি। এ অনুষ্ঠানে স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্ণব, বিজলী, মেঘলা, নূর মোহাম্মদ মেঘ, রিদোয়ান, আরিফুল ইসলাম আরিফ, রনি, সুমন, ফরিদ, রাকিব খান, হৃদয়, মাহি, আমিরুল ইসলাম, নয়ন, আরিফুল ইসলাম, সিজার, রহমত আলী, রানা, সুমন, কাওসার, আজমীর, শামীম, রাজ, বিপুল প্রমূখ। সকাল থেকে একে একে সবাই এসে জড়ো হয় রূপপুর নতুনপাড়া কাঠবাগান চত্বরে। এরপর রূপপুর মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এটি করতোয়া নদীর বুকে জেগে ওঠা সবুজ চরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আনন্দ উল্লাস আর কবিতা আড্ডা। পাশে কৃষক-কৃষাণীরা জমিতে ইরি-বোরোর চারা রোপনে ব্যস্ত। দূরে পাল তোলা নৌকায় নায়রী যাওয়ার অপরূপ দৃশ্য। রাখাল ছেলেরা তাদের গরু গুলোকে মাঠে ঘাস খাওয়ানোর পর নদীর জলে গোসল করিয়ে বাড়ি ফিরছে। গ্রাম বাংলার এই চিরচেনা ঐতিহ্যবাহী দৃশ্য অপলোকন করার মধ্য দিয়ে কবিতা আড্ডা বেশ জমে ওঠে। কখন যে সময় ফুরিয়ে বিকেল,আর বিকেল গড়িয়ে সন্ধ্যার গোধূলি শুরু হয় তা কেউ টেরও পায়নি। আজানের ধ্বনি কানে ভাসতেই ঘরে ফেরার তাগাদা বেড়ে যায়। আর এর মধ্য দিয়েই শেষ হয় যুগান্তর স্বজন সমাবেশের ১৯ বছরে পর্দাপণ উপলক্ষে শাহজাদপুরের স্বজনদের আনন্দ আড্ডা।