সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার জোতপাড়া বাজারে জাটকা মাছ বিক্রয় করায় চরধীতপুর গ্রামের মো: শহিদ নামে এক ব্যক্তিকে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করেছে এবং প্রায় ০৮ (আট) কেজি জাটকা জব্দ করে স্থানীয় গরীব জনগণের মাঝে বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমানের নেতৃত্বে জোতপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে জাটকা মাছ বিক্রয়ের দায়ে 'মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০' এর আওতায় জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। উক্ত অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌহালীর সহকারী মৎস্য কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ, চৌহালী থানা উপ-পরিদর্শক মো: মুক্তার হোসেন ও থানা পুলিশের সদস্যবৃন্দ।
সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার জোতপাড়া বাজারে জাটকা মাছ বিক্রয় করায় চরধীতপুর গ্রামের মো: শহিদ নামে এক ব্যক্তিকে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করেছে এবং প্রায় ০৮ (আট) কেজি জাটকা জব্দ করে স্থানীয় গরীব জনগণের মাঝে বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমানের নেতৃত্বে জোতপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে জাটকা মাছ বিক্রয়ের দায়ে 'মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০' এর আওতায় জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। উক্ত অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌহালীর সহকারী মৎস্য কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ, চৌহালী থানা উপ-পরিদর্শক মো: মুক্তার হোসেন ও থানা পুলিশের সদস্যবৃন্দ।