যৌতুকের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা দায়ের
shishir
শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিনিধি : আবহমান কাল থেকে নারী নির্যাতন ও কন্য পক্ষের কাছে বরপক্ষ কর্তৃক যৌতুক দাবির ঘটনা সবারই জানা । কিন্তু বরপক্ষ বা ছেলে পক্ষের কাছে কনেপক্ষের যৌতুক দাবির কথা ইতিপূর্বে শোনা যায়নি। অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে, এবার খোদ স্ত্রী ও শ্বশুর কর্তৃক স্বামীপক্ষের কাছে ১ লাখ টাকা অথবা স্ত্রীর নামে ১ বিঘা জমি যৌতুক হিসেবে লিখে দেয়ার দাবি করলে স্বামী তার স্ত্রী,শ্বশুর ও শ্বাশুড়ীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ এনে বৃহস্পতিবার (২৯ মার্চ) শাহজাদপুর উপজেলা আমলী আদালতে মামলা দায়ের করেছে।
জানা গেছে, গত ২০১৪ সালে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের চয়রা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে ইমরান হোসেনের সাথে পার্শ্ববর্তী বেড়া উপজেলার চাকলা গ্রামের আব্দুল আজিজের মেয়ে নাসরিন আক্তারের বিয়ে হয়। স¤প্রতি বাদীর স্ত্রী নাসরিন আক্তার বাবার বাড়িতে বেড়াতে গিয়ে স্বামীর সংসারে ফিরে আসতে অস্বীকৃতি জানায়। পরে বাদীর শ্বশুর আব্দুল আজিজ ও শ্বাশুড়ী মেয়ে নাসরিনকে স্বামীর বাড়িতে ফেরত পাঠাতে নগদ ১ লাখ টাকা অথবা তাদের মেয়ে নাসরিনের নামে ১ বিঘা সম্পত্তি যৌতুক হিসেবে দাবি করলে নাসরিনের স্বামী ইমরান হোসে