সাগর বসাক, শাহজাদপুর : ‘বন্ধ হলে দুর্ণীতি, উন্নয়নে আসবে গতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শনিবার দুর্ণীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষে শাহজাদপুর উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের দুর্ণীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। ওই দুর্ণীতি বিরোধী শপথ বাক্য পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন শাহজাদপুর উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এএম আব্দুল আজীজ। এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রায়হান আলী সরকার, প্রভাষক বরদা ব্রক্ষ¥চারী, প্রধান শিক্ষক এসএম সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শামীমা নাহার, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, সাংবাদিক সাগর বসাক প্রমূখ। শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর সরকারী কলেজের শিক্ষার্থীরা দুর্ণীতি বিরোধী শপথ নেন।
সাগর বসাক, শাহজাদপুর : ‘বন্ধ হলে দুর্ণীতি, উন্নয়নে আসবে গতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শনিবার দুর্ণীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষে শাহজাদপুর উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের দুর্ণীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। ওই দুর্ণীতি বিরোধী শপথ বাক্য পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন শাহজাদপুর উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এএম আব্দুল আজীজ। এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রায়হান আলী সরকার, প্রভাষক বরদা ব্রক্ষ¥চারী, প্রধান শিক্ষক এসএম সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শামীমা নাহার, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, সাংবাদিক সাগর বসাক প্রমূখ। শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর সরকারী কলেজের শিক্ষার্থীরা দুর্ণীতি বিরোধী শপথ নেন।