মোঃ মুমীদুজ্জামান জাহান, নিজস্ব প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ২২ দিন বয়সের একটি বকন বাছুর প্রতিদিন আধা কেজি করে দুধ দিচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য যে, উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এলাকাবাসি সূত্রে জানা যায়, এ গ্রামের কারিমূল্লাহ নামের এক কৃষকের একটি গাভী ২২ দিন আগে একটি বকন বাছুর প্রসব করে। বাছুরটি জন্মের পরদিন থেকেই দুধ দেয়া শুরু করেছে। ফলে বাছুরটি এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে কারিমুল্লাহর বাড়িতে ভিড় জমাচ্ছে। এ বাছুরের মালিক কারিমূল্লাহ জানান, প্রতিবেশি একজনের পরামর্শে প্রথম একবার দুধ দোহন করা হয়। সেই থেকে বাছুরটি প্রতিদিন প্রায় হাফ লিটার করে দুধ দিচ্ছে। তিনি আরো বলেন, এখন বাছুরটি শুয়ে থাকলেও বাট দিয়ে দুধ বের হচ্ছে। তিনি জানান,পশু চিকিৎসকের পরামর্শে এখন আর বেশি দুধ দোহন করা হচ্ছেনা। বড়হর স্কুলের শিক্ষক মোজাম্মেল হক, অলিপুর গ্রামের কায়েম সরকার, সড়াতৈল গ্রামের চাঁনমিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগে এমনটি আর কখনো দেখিনি। তারা আরো বলেন, আল্লাহর এই অশেষ কুদরত দেখতে বহুদূরের মানুষজনও এসে এ বাড়িতে ভিড় জমাচ্ছে। ফলে এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।