শাহজাদপুরে পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ৪ বছরের শিশুর পরিচয় মিলছে না!

শামছুর রহমান শিশির : গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার শাহজাদপুর পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে ৪ বছর বয়সী এক ছেলে শিশুকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শিশুটি তার নাম ঠিকানা কিছু বলতে পারে না। মাঝে মধ্যে সে বাবা বাবা বলে ডাকে। শিশুটি বুদ্ধিপ্রতিবন্ধী বলে থানা পুলিশ ধারণা করছেন। শিশুটির উচ্চতা অনুমান ০২ ফুট ০৪ ইঞ্চি। মুখ মন্ডল গোলাকার। গায়ের রং কালো। মুখে সবসময় লালাযুক্ত থাকে। পরনে শুধুমাত্র গোলাপী রংয়ের হাফ প্যান্ট পরিহিত। গলায় ০১টি তাবিজ রয়েছে। শিশুটি বর্তমানে শাহজাদপুর থানা (সিরাজগঞ্জ) পুলিশের হেফাজতে রয়েছে। শিশুটি কারও পরিচিত হলে বা তার পরিবারের কেউ সন্ধান জানলে দ্রুত নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হ'ল। যোগাযোগের ঠিকানাঃ
১। অফিসার ইনচার্জ, শাহজাদপুর থানা-০১৭১৩-৩৭৪০৩৯।
২। ডিউটি অফিসার শাহজাদপুর থানা-০১৭০৯-৩৬০১০৮।

শামছুর রহমান শিশির : গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার শাহজাদপুর পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে ৪ বছর বয়সী এক ছেলে শিশুকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শিশুটি তার নাম ঠিকানা কিছু বলতে পারে না। মাঝে মধ্যে সে বাবা বাবা বলে ডাকে। শিশুটি বুদ্ধিপ্রতিবন্ধী বলে থানা পুলিশ ধারণা করছেন। শিশুটির উচ্চতা অনুমান ০২ ফুট ০৪ ইঞ্চি। মুখ মন্ডল গোলাকার। গায়ের রং কালো। মুখে সবসময় লালাযুক্ত থাকে। পরনে শুধুমাত্র গোলাপী রংয়ের হাফ প্যান্ট পরিহিত। গলায় ০১টি তাবিজ রয়েছে। শিশুটি বর্তমানে শাহজাদপুর থানা (সিরাজগঞ্জ) পুলিশের হেফাজতে রয়েছে। শিশুটি কারও পরিচিত হলে বা তার পরিবারের কেউ সন্ধান জানলে দ্রুত নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হ'ল। যোগাযোগের ঠিকানাঃ ১। অফিসার ইনচার্জ, শাহজাদপুর থানা-০১৭১৩-৩৭৪০৩৯। ২। ডিউটি অফিসার শাহজাদপুর থানা-০১৭০৯-৩৬০১০৮।