শাহজাদপুরে স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ স্ত্রীর

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দী উত্তর পাড়া গ্রামে স্বামী কামরুল ইসলাম আলাউদ্দিনের বিরুদ্ধে প্রতারণা ও নারী নির্যাতনের অভিযোগ এনেছেন তার স্ত্রী শাহিদা খাতুন ইতি।
মামলার সূত্র এবং আলাউদ্দিনের স্ত্রী ইতি মারফত জানা যায়, ২০০১ সালে একই গ্রামের মৃত্যু আব্দুল করিমের পুত্র কামরুল ইসলাম আলাউদ্দিনের সাথে ৭২ হাজার ৫শত টাকা দেনমহরে বিয়ে হয়। বিয়ের ৪ বছর পর একটি পুত্র সন্তান জন্ম নেয়। এর দেড় বছর পরেই স্বামী আলাউদ্দিন স্ত্রী ইতি'র ভাইয়ের নিকট থেকে ১ লক্ষ টাকা নিয়ে মালায়েশিয়া পাড়ি জমায়। দীর্ঘ ৯ বছর প্রবাস জীবন কাটালেও স্ত্রী ও পুত্রের জন্য ঠিকমত খরচ পাঠাতে ব্যর্থ হয়।
ফলে স্ত্রী ইতি একমাত্র পুত্রকে নিয়ে অতি কষ্টে মানবেতর জীবনযাপন করতে থাকে। এরপর বৈধ ভিসা পেয়ে স্বামী আলাউদ্দিন দেশে এসে স্ত্রীর নিকট একটি মটরসাইকেল ক্রয়ের আবদার করলে স্ত্রী গচ্ছিত অর্থ দেড় লক্ষ টাকা দিয়ে একটি মটরসাইকেল কিনে দেয়। কিছুদিন মটর সাইকেল ব্যবহার করে তা অন্যত্রে বিক্রি করে দেয়। এরপর শাহজাদপুর শহরে বসবাসের কথা বলে ইতি'র বাবার বাড়ী থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া মোট ৭৪ শতাংশ জমি কৌশলে স্ত্রীর নি

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দী উত্তর পাড়া গ্রামে স্বামী কামরুল ইসলাম আলাউদ্দিনের বিরুদ্ধে প্রতারণা ও নারী নির্যাতনের অভিযোগ এনেছেন তার স্ত্রী শাহিদা খাতুন ইতি। মামলার সূত্র এবং আলাউদ্দিনের স্ত্রী ইতি মারফত জানা যায়, ২০০১ সালে একই গ্রামের মৃত্যু আব্দুল করিমের পুত্র কামরুল ইসলাম আলাউদ্দিনের সাথে ৭২ হাজার ৫শত টাকা দেনমহরে বিয়ে হয়। বিয়ের ৪ বছর পর একটি পুত্র সন্তান জন্ম নেয়। এর দেড় বছর পরেই স্বামী আলাউদ্দিন স্ত্রী ইতি'র ভাইয়ের নিকট থেকে ১ লক্ষ টাকা নিয়ে মালায়েশিয়া পাড়ি জমায়। দীর্ঘ ৯ বছর প্রবাস জীবন কাটালেও স্ত্রী ও পুত্রের জন্য ঠিকমত খরচ পাঠাতে ব্যর্থ হয়। ফলে স্ত্রী ইতি একমাত্র পুত্রকে নিয়ে অতি কষ্টে মানবেতর জীবনযাপন করতে থাকে। এরপর বৈধ ভিসা পেয়ে স্বামী আলাউদ্দিন দেশে এসে স্ত্রীর নিকট একটি মটরসাইকেল ক্রয়ের আবদার করলে স্ত্রী গচ্ছিত অর্থ দেড় লক্ষ টাকা দিয়ে একটি মটরসাইকেল কিনে দেয়। কিছুদিন মটর সাইকেল ব্যবহার করে তা অন্যত্রে বিক্রি করে দেয়। এরপর শাহজাদপুর শহরে বসবাসের কথা বলে ইতি'র বাবার বাড়ী থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া মোট ৭৪ শতাংশ জমি কৌশলে স্ত্রীর নিকট থেকে নিজের নামে লিখে নেয়। আর এসব কাজে সহায়াতা করে ইতি'র ননদ জামাই লালন। এর কয়েকদিন পর হঠাৎ করেই ছুটি শেষ হয়েছে মর্মে মালেয়েশিয়া যাওয়ার কথা বলে বাড়ী ত্যাগ করে। বিষয়টি সন্দেহ হতে থাকে স্ত্রী ইতির। পরে স্ত্রী খোজ নিয়ে জানতে পারে, স্বামী আলাউদ্দিন মালয়েশিয়া যাওয়ার নাম করে চট্টগ্রামে অন্য একটি মেয়েকে বিয়ে করে ঘর সংসার করছে। সেই থেকে গত প্রায় ৪ বছর ধরেই স্ত্রী ও পুত্রের কোন খোঁজ খবর রাখছেনা পাষন্ড স্বামী আলাউদ্দিন। কিন্তু যোগাযোগের বহু চেষ্টা করেও স্ত্রী ব্যর্থ হয়ে স্কুল পড়য়া পুত্র সাগর হোসেনকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে। সিরাজগঞ্জ শিশু ও নারী নির্যাতন আদালতে মামলা করেও কোন ফল পাচ্ছেনা ইতি।এমনকি তাকে স্বামীর বিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে ব্যাপক মারপিটও করেছে। যে বিষয়ে একটি মামলা করা হয়েছে। এ ব্যাপারে স্ত্রী শাহিদা খাতুন ইতি সাংবাদিকদের জানান, মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য স্থানীয় প্রভাবশালী শফিল আলম হেভেন ও স্বামী আলাউদ্দিনের বোনের স্বামী লালন নানা প্রপাগান্ডা চালাচ্ছে। প্রতারক স্বামীর পক্ষ নিয়ে তারা ক্ষমতার দাপট এমনকি ভয়ভীতি দেখাচ্ছে । এমনকি স্বামীর বাড়ী থেকে তাকে বের করে দেয়ার ষড়যন্ত্র করছে। তিনি স্বামী আলাউদ্দিনের প্রতারণার বিচার দাবী করেন। সেই সাথে প্রতারণা করে নেয়া ৭৪ শতাংশ জমি ফেরত পেতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।