সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন : হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করছেন। প্রাথমিক পর্যায়ে করোনা ভাইরাস মোকাবেলায় তাদের প্রয়োজনীয় প্রটেকশনও ছিল না। কিন্তু জনগণকে সচেতন এবং করোনা রোগী শনাক্ত করার ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গা ঘুরে বেড়িয়ে তাদের খোঁজখবর নিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। এ জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

আজ সোমবার (১৮ মে) দিনাজপুর প্রেসক্লাবে ফটো সাংবাদিক, টিভি ক্যামেরাম্যান ও সংবাদপত্র হকার্সদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পৌঁছে দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা রোগীদের সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে এবং করোনা প্রতিরোধে জনগনকে সচেতন করার ক্ষেত্রে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ গণমাধ্যম বন্ধুরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জাতি কৃতজ্ঞ চিত্তে তা স্মরণ করবে। বিভিন্ন সময়ে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রচার করছেন। এ ছাড়া চিকিৎসকদের পরামর্শমূলক বক্তব্য প্রচার করে তারা জনগনকে সচেতন করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ইতোমধ্যে সাংবাদিকরা জীবনের ঝুকি ন