ফ্যাফ ডু প্লেসি, রোহিত শর্মা, বিরাট কোহলির পর তামিমের নতুন চমক পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। তামিম ইকবালের পরবর্তী লাইভ শোতে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন তিনি।
সোমবার (১৮ মে) তামিমের সর্বশেষ লাইভ এপিসোডে অতিথি হিসেবে ছিলেন ভারতীয় অধ্নায়ক বিরাট কোহলি। তামিম ও কোহলির লাইভ জমে ওঠার আগেই অবশ্য শেষ হয়ে যায়। ২৬ মিনিটের এই এপিসোডের শেষদিকে তামিম জানান, পরবর্তী এপিসোডে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম।
ওয়াসিমের বশেস অতিথি হিসেবে যুক্ত হওয়ার শো-তে অতিথি হিসেবে থাকবেন সাবেক তিন অধিনায়ক। তারা হলেন- সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট, বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদন নান্নু এবং বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও তামিমের চাচা আকরাম খান।
তামিম বলেন, ‘কালকেও অনেক বড় একটা সারপ্রাইজ আছে। কাল থাকবেন খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান। এই তিনজনের সাথে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম।’
তামিম মনে করেন, ওয়াসিম আকরামের শো থেকে অনেকেই বোলিং নিয়ে পরামর্শ নিতে পারবেন। কোহলির সাথে তামিমের লাইভ আড্ডা সংক্ষিপ্ত হওয়ার আক্ষেপ ছিল অনেকের। তবে আকরামদের এপিসোড দীর্ঘ সময় ধরে চলবে বলে জানান তামিম।
তিনি বলেন, ‘আমাকে অনেক স্থানীয় কোচই ফোন করে বলেছেন, ওয়াসিম আকরামের কাছ থেকে যদি বোলিং টিপস নেওয়া যায় তাহলে অনেকে জানতে-শিখতে পারবে। আশা করি কাল লম্বা শো করবো। ১৯৯৯ বিশ্বকাপ, ১৯৯৭ আইসিসি ট্রফি নিয়ে কথা বলব।’
প্রসঙ্গত, এই শো শুরু হবে আজ মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়, সরাসরি সম্প্রচারিত হবে তামিমের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
সূত্রঃ বিডি ক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন