এ বছর জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা অনলাইনে
NewsDesk
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি শতভাগ পালন করতে এ সিদ্ধান্ত নিয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটি।
গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে কমিটির সদস্যরা এ সিদ্ধান্ত নেন। লন্ডন থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রতি বছর বেশ কয়েকদিন ধরে কর্মসূচি পালন করা হলেও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবার তা সংক্ষিপ্ত করা হয়েছে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন (৩০মে) সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলের প্রতীকীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
পরিবেশ পরিস্থিতি বিবেচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন।
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর রাজধানীর গরিবদের মাঝে খাবার বিতরণ করেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। মহানগর বিএনপির উদ্যোগে শতাধিক স্পটে এ খ