লকডাউনে বিশেষ বন্ধু বরুণ সুদের সঙ্গেই রয়েছেন টিভি তারকা দিব্যা আগরওয়াল। আর এই সময় ঋতুস্রাব নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েন দিব্যা। তবে সেই সমালোচনার কড়া জবাব দিতেও ভোলেননি টিভি তারকা দিব্যা।সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দিব্যা একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, দিব্যার কাছে মাথা নিচু করে শুয়ে রয়েছেন বরুণ। আর দিব্যা বরুণের মাথায় বিলি কেটে দিচ্ছেন। এই ভিডিয়ো পোস্ট করে দিব্যা লেখেন, ''যখন আমার ঋতুস্রাব চলে, তখন বরুণ ঠিক কী করবে বুঝে উঠতে পারে না।''