শ্রীলঙ্কা প্রস্তুত থাকলেও সফরে রাজি নয় বাংলাদেশ!

চলতি বছরের মাঝের দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। যেখানে লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচের একটি টেস্ট সিরিজে মুখোমুখি হবার কথা মুমিনুল হকদের। করোনার প্রকোপে এই সফর নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে সম্প্রতি বাংলাদেশ সিরিজ নিয়ে আশা প্রকাশ করে শ্রীলঙ্কা। কিন্তু এখনই ক্রিকেট নিয়ে ভাবতে নারাজ বিসিবি।