ভোলার জেলা সদরের বিভিন্ন মসজিদের ১ হাজার ৮৪০ জন ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের ১০০ পুরোহিতের মধ্যে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উদ্যোগে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ই মে) দুপুরে সদর উপজেলা চত্বরে ত্রাণ বিতরণকালে অনলাইনে বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, দেশে করোনার মহাদুর্যোগ চলছে। এ সময় সমাজের অনেক সম্মানিত ব্যক্তিরা কারো কাছে হাত পাততে পারেন না। তারা কষ্টে থাকেন। তাদের গোপনে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, বর্তমান মহাদুর্যোগ মোকাবেলায় কাজ করতে যাদেরই দায়িত্ব দেয়া হোক না কেন মূলত কাজ করছেন জনপ্রতিনিধিরা। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর ত্রাণ সঠিকভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তা হলে মানুষের কষ্ট থাকবে না।
তিনি জানান, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের নিজ অর্থায়নে উপহারসামগ্রীও বিতরণ করা হয়। এর আগে ৩০ হাজার পরিবারকে ব্যক্তিগত উপহার দেয়া হয়। আরও ১০ হাজার পরিবারকে ঈদ উপহার দেয়া হচ্ছে।
ইমাম ও