আফগানিস্তানে মসজিদে হামলা, নিহত ৭

আফগানিস্তানে পারওয়ান প্রদেশের এক মসজিদে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। ওই মসজিদ হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। এর মাত্র একদিন আগে গত সোমবার গজনি প্রদেশে গাড়িবোমা হামলায় সাত গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছিলেন।

স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

পারওয়ান প্রদেশের পুলিশ প্রধান হারুন মুবারেজ জানান, মঙ্গলবার সন্ধ্যায় পারওয়ানের রাজধানী চারেকারের এক মসজিদে মাগরিবের নামাজ চলাকালে ওই হামলা চালানো হয়।রোজাদাররা ইফতার শেষে সবে নামাজে দাঁড়িয়েছিলেন। তখনই অজ্ঞাতনামা বন্দুকধারীরা মসজিদের প্রবেশ করে মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এতে কমপক্ষে সাত মুসল্লি নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।

এই হামলার পিছনে কারা রয়েছে তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই মসজিদ হামলার জন্য তালেবানদের দায়ী করেছে। তবে তালেবানরা এই হামলার দায় স্বীকার করেনি। উল্টো তালেবানেরা এর দায় আফগান নিরাপত্তা বাহিনীর উপর চাপিয়েছে।

তালিবানদের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ স্থানী