শুরু ঝড়-বৃষ্টি, দিঘায় জলোচ্ছ্বাস, তীব্র বেগে ধেয়ে আসছে আম্পান

ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই দেশটির পশ্চিমবঙ্গের রাজ্যের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান।  আজ বুধবার বিকেলের মধ্যেই দিঘা এবং সুন্দরবনে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে আসার পর উত্তর এবং উত্তরপূর্বমুখী হয়ে কলকাতার পূর্বভাগ ঘেষে বাংলাদেশের পথ ধরবে এই ঝড়। এই মুহুর্তে দিঘা থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে আম্পান। এদিকে ঘূর্ণিঝড় আসার প্রাক্কালেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। প্রবল বেগে বইছে হাওয়াও। দিঘা উপকূলে প্রায় ১০৩ কিলোমিটার প্রতি ঘন্টায় বইছে ঝড়।  শুরু হয়েছে জলচ্ছ্বাসও।দিঘায় বাড়ছে জলস্তর। যতই এগিয়ে আসছে আমফান ততই বাড়ছে ঝড়ের দাপট। বাড়ছে গঙ্গার জলস্তরও। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় প্রবল বেগে শুরু হয়েছে ঝড়।

পশ্চিমবঙ্গের এই অবস্থায় ক্রমশ বাড়ছে হাওয়ার বেগ।আমফান আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। যা বেড়ে তা পৌঁছতে পারে ১৮৫ কিলোমিটারের আশপাশে। আমফানের জেরে কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং নদিয়াতেও ভালই প্রভাব পড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতায় ঝড়ের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্ট