ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় প্রস্তুত পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন। একদিকে করোনা আবার এরই মধ্যে সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান। করোনার বিস্তার সামলাতেই দেশে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস।আজ ২০ মে বুধবার ভোর থেকেই মাঝারী থেকে ভাড়ি থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে।
এ অবস্থায় সামাজিক দূরত্ব মেনে দুর্গত এলাকার জনসাধারণকে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
বন্যা দুর্গতদের আশ্রয়ের জন্য ১১৭টি সাইক্লোন শেল্টার ও ইউনিয়ন পরিষদ ভবন প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া এলাকার বহুতল ভবনগুলো যাতে মানুষ আশ্রয় নিতে পারে সে ব্যবস্থাও করে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য মোট ১৮টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি,আই,ও) এস,এম মো. দেলোয়ার হোসেন জানান।
এদিকে, গলাচিপা উপজেলার পৌরসভা ও ১২টি ইউনিয়নে সিপিপির ২ হাজার ২৫ জন স্বেচ্ছাসেবক বিভিন্ন ধরণের প্রচার ও সচেতনতামূলক প্রচার অব্যাহত রেখেছেন বলে জানিয়েছন পৌর মেয়র আহসানুল হক তুহিন।
এছাড়া প্রতিটি সাইক্লোন শেল্টারে আশ্রিতদের জন্য জরুরি শুকনা খাবার সরবরাহ করা হচ্ছে। জেলে ও মাছ ধরা