কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে করোনা পরিস্থিতে কর্মহীন হয়ে পড়া গরীব ও দুস্থ অসহায় মানুষের পাশে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করছে হিলফুল ফুজুল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।বৈশ্বিক মহামারি করোনা দুর্যোগের কারণে ভূরুঙ্গামারীতে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ।
এমন দুর্যোগের মুহুর্তে পাশে এসে দাঁড়িয়েছে হিলফুল ফুজুল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তিন যুবক আশিকুর শিকদার, খান রোমান ও রাশেদ ব্যাপারীর হাত ধরে সংগঠনের যাত্রা শুরু হয় ২০২০ সালে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর শিকদার বলেন, এখন পর্যন্ত ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে এবং ঈদ পর্যন্ত আরও ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। প্রতিদিন মধ্যরাতে বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ দিয়ে আসছে এই সংগঠনের কর্মীরা।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ২ কেজি চাল, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট লাচ্ছা, আধা কেজি চিনি, ১ প্যাকেট দুধ ও ১ টি সাবান।
তথ্যসূত্রঃ এবিএন