সিরাজগঞ্জ শহরের শপিং মল খোলা থাকলে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকলেও নিজেদের লাভের কথা বিবেচনা করে দোকান, বিপনী বিতান, শপিং মল খোলা রাখসহ বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সিরাজগঞ্জে অবস্থান কমসূচী ও বিক্ষোভ মিছিল করেছে দোকান কমচারীরা।
বুধবার বেলা সাড়ে ১০টার দিকে বৃষ্টির মধ্যেই শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় বন্ধ দোকানের সামনে ৩মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে শ্লোগান দিতে থাকে। এরপর বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করার সময় অপ্রিতিকর ঘটনা এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় না থাকায় পুলিশ মিছিলটি বন্ধ করে দেয়।
এ বিষয়ে দোকান শহর মালিক সমিতির সভাপতি মোস্তফা তালুকদার জানান, সরকারের নির্দেশে হঠাৎ করে দোকান খোলায় কর্মচারীদের বেতন বোনাস দিতে হবে। মাঝখানে হঠাৎ করে দোকান খুলে তা আবার বন্ধ করায় সমস্যার সৃষ্টি হয়েছে। তবে দোকান পূর্ণ বন্ধ থাকলে কর্মচারীদের বেতন বোনাস দিতেন কিনা সে প্রশ্নের উত্তর তিনি দেননি।
উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের প্রাদুভাবের কারণে করোনার সংক্রামণ ঠেকাতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও অঘোষিত লকডাউনের ফলে দোকান, বিপনি বিতান, শপিং মলসহ অন্যন্য প্রতিষ্ঠান বন্ধ থ