বিশ্বের সেরা ধনী তালিকার ৩ নম্বরে উঠেছেন মার্ক জুকারবার্গ। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান যেখানে ক্ষতির পরিমাণ সামলাতে ব্যস্ত। সেখানের লাভের অঙ্ক গুনে যেন কূল পাচ্ছে না মার্ক জুকারবার্গের ফেসবুক। গেল তিন মাসে ৩ হাজার কোটি ডলার আয় করে মার্ক উঠে এসেছেন বিশ্বের সেরা ধনী তালিকার তিন নম্বরে। শুধু তাই না, আসছে দিনে ওরা নিয়ে আসছে নানা বেশ কিছু সেবা।করোনায় ঘরবন্দি মানুষের সব চেয়ে বড় সম্বল কোনটি? উত্তর যাই হোক না কেন...সত্য হচ্ছে বাবা-মা, ভাই-বোন বা স্ত্রী-সন্তানের চাইতেও মানুষ কিন্তু বেশি সময় কাটাচ্ছে ফেসবুকে। সামাজিক যোগাযোগের মাধ্যমটি ওতেই ফুলেফেঁপে উঠছে। করোনায় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান যেখানে হিমশিম খাচ্ছে সেখানে টাকা কামাইয়ে গেল কয়েক মাসে সবাইকে ছাপিয়ে যাচ্ছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। গেল তিন মাসেই তার আয় বেড়েছে তিন হাজার কোটি ডলার।
ব্লুমবার্গ বিলিয়নারের দেয়া তথ্যমতে, জুকারবার্গের বর্তমান সম্পদের পরিমাণ ৮৯ বিলিয়ন ডলার। ওয়ারেন বাফেট, বার্নার্ড আরনল্টকে এই করোনার সময় পেছনে ঠেলে মার্ক উঠে এসেছেন বিশ্বের শীর্ষ ধনী তালিকার তিন নম্বরে। সামনে শুধু জেফ বেজোস আর বিল গেটস।
মানুষে