শাহজাদপুরে এক বালু ব্যবসায়ীর অর্ধলক্ষ টাকা জরিমানা
mithunbasak
শাহজাদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এক ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।
জানা যায়, শনিবার(১৭এপ্রিল) বিকেলে উপজেলার কৈজুরী ইউনিয়নের চর গুধিবাড়ী সুইচগেট সংলগ্ন যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ট্রাকসহ মোতালেব নামে এক ব্যবসায়ীকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন। এ সময় অবৈধভাবে যমুনা থেকে বালু উত্তেলন করার দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন জানান, আমরা সেখানে অবৈধ ব্যবসার সন্ধান পাচ্ছি সেসব স্থানে আমরা অভিযান পরিচালনা করছি। কোন অবস্থাতেই যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। এবং এজন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।