আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এ সময় তার মরদেহ বহনকারী কফিনটি জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়। যে লাল সবুজ পতাকার জন্য একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন নাসিম, সেই শেষ যাত্রায় সেই পতাকাই তার সঙ্গী হলো।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষ থেকে নাসিমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন ও দলের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এখন তার দাফনের প্রস্তুতি চলছে। বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই শায়িত হবেন এই বর্ষীয়ান নেতা।
প্রসঙ্গত যে, আটদিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান মোহাম্মদ নাসিম। গত ১ জুন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি ঘটলে ৫ জুন তাকে কেবিনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন ভোরেই তার ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি কোমায় ছিলেন। মোহাম্মদ নাস