দুই শিশুকে পাঁচতলার উপর থেকে ফেলে দেওয়ার পর আরেকজনকে ফেলার চেষ্টা
NewsDesk
শিশুটির চোখের সামনেই অন্য দুই শিশুকে পাঁচতলার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। তাকেও ফেলে দেওয়ার চেষ্টা করেছিল পাশের ঘরের লোকটি। সে কারণে ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারছে না চার বছরের শিশু রজনী।
ভারতের নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে রজনী সাউ। এক আত্মীয়ের হাত আঁকড়ে ধরে বসে থাকছে সে। ধীর গলায় সে জানায়, আমরা খেলছিলাম বারান্দায়। আমাকেও লোকটি মাথা ঝাঁকিয়ে ডাকল। আমি কাছে যেতেই আমাকে বারান্দা থেকে তুলে নীচে ফেলে দিতে যাচ্ছিল।
বড়বাজারের ১১৩ নম্বর নেতাজি সুভাষ রোডের সেই পাঁচতলা বাড়ির বাসিন্দা রজনী। গত রবিবার সন্ধ্যায় যে পাঁচতলার বারান্দা থেকে নীচে ছুড়ে ফেলে দেওয়া হয় ছয় বছর বয়সী বিশাল সাউ ও দেড় বছরের শিবম সাউ নামে দুই শিশুকে।
এ ঘটনায় মারা যায় শিবম। এদিকে ঘটনায় অভিযুক্ত শিবকুমার গুপ্তকে রাতেই গ্রেপ্তার করে বড়বাজার থানা। গতকাল সোমবার পুলিশ তাকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করলে বিচারক শিবকুমারকে ১৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
জানা গেছে, আদালতে তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াননি। গতকালই দেড় বছরের শিবমের ময়নাতদন্ত করা হয় এনআরএস হাসপাতালে।
হাসপাতালে বসে শাড়ির আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে