দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ অতিক্রম করলো। করোনার চতুর্থ মাসে এসে দেশে দৈনিক এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা প্রতিদিনই তিন হাজার অতিক্রম করছে। আর গতকাল সেটা ৪ হাজারও পেরিয়ে গেছে।
শুরুতে ঢাকা ও এর আশেপাশের এলাকা ছিল করোনা সংক্রমণের মূল হটস্পট। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সারা দেশে সংক্রমণের জাল ছড়িয়ে দিয়েছে করোনা। এখন দেশের কোনো নির্দিষ্ট এলাকা নয়, বরং সারাদেশই করোনায় আক্রান্ত। সারা দেশের প্রত্যেকটি জেলাই করোনার ভায়াবহ রূপটা দেখতে পাচ্ছে। শ্রমঘন শহর এলাকায় করোনার প্রকোপ বেশি হলেও মফস্বল বা গ্রাম এলাকাগুলোও এই ভাইরাসের ছোবল থেকে রেহাই পাচ্ছে না।
এখানে আইইডিসিআর এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেখে নিন দেশের (ঢাকা মহানগরী ব্যতীত) কোথায় কত জন করোনায় আক্রান্ত হয়েছেন-
ঢাকা বিভাগ
ঢাকা (জেলা)- ২৪৭৯
গাজীপুর- ২৫১১
কিশোরগঞ্জ- ১০৮৩
মাদারীপুর- ৪৬৮
মানিকগঞ্জ- ৪৩০
নারায়ণগঞ্জ- ৪৩৭২
মুন্সিগঞ্জ- ১৬৬১
নরসিংদী- ১১০৯
রাজবাড়ী- ১৪০
ফরিদপুর- ১০২৩
টাঙ্গাইল- ৩৭৯
শরিয়তপুর- ২৯৫
গোপালগঞ্জ- ৪১৪
চট্টগ্রাম বিভাগ