একের পর এক অমার্জনীয় ভুল করছে স্বাস্থ্য অধিদপ্তর



করোনা মোকাবেলার শুরু থেকেই ভুল পথে হাঁটছে স্বাস্থ্য অধিদপ্তর। সাধারণ মানুষ থেকে শুরু করে নীতিনির্ধারকরা মনে করেন যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড এবং বক্তব্যের কারণেই বাংলাদেশে করোনা পরিস্থিতি এই অবস্থায় এসেছে। শুরু থেকেই তাঁরা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, ভুল পথে হাঁটছে এবং সঙ্কট সমাধানের কোন দিকনির্দেশনা দিতে পারছে না। এইবাস্তবতায় সরকারের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে ব্যাপক পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে বলেও একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

গতকাল দীর্ঘদিন পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ মিডিয়া ব্রিফিংয়ে আসেন। ব্রিফিংয়ে এসেই তিনি এক বিভ্রান্তিকর বক্তব্য রাখেন। তিনি বলেন যে, আগামী ২-৩ বছর কিংবা তাঁর থেকেও বেশি সময় আমাদের করোনার সঙ্গে বসবাস করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের এই বক্তব্যকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্বজ্ঞানহীন বলেছেন এবং এটাকে অমার্জনীয় অপরাধ হিসেবেও চিহ্নিত করেছেন। শুধু তাই নয়, এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন সরকারের নীতিনির্ধারক মহল। এর প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে যে, বিশ্বের এ