সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খালে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। উপজেলার নাড়ুয়া গ্রামের শুক্রবার সকালে তাদের মৃত্যু হয় বলে রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান। তারা হল- ওই গ্রামের আবুল হাশেমের মেয়ে আয়শা মনি (৫) ও বেংনাই গ্রামের সেলিম আহম্মেদের ছেলে হানজেলা (৪)। আয়শা ও হানজেলা খালাত ভাইবোন। ওসি শহিদুল বলেন, সকালে তারা বাড়ির পাশের খালে গোসল করতে যায়। এ সময় সবার অগোচরে তলিয়ে যায়। পরে মরদেহ ভেসে ওঠার পর স্বজনরা জানতে পারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানান।