উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নে ডোবার পানিতে ডুবে তাসকিয়া খাতুন (১৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) দুপুরের দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

সকালে ইউনিয়নের রাধানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাসকিয়া ওই গ্রামের আলীর মেয়ে।

পরিবারের বরাত দিয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে ডুবে যায় তাসকিয়া। পরে শিশুটিকে দীর্ঘক্ষণ না দেখে স্বজনরা খোঁজ শুরু করলে দুপুরের দিকে ডোবাটি থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।