দুনিয়াতে বেশ অল্প বয়সে প্রবেশ করে নিজের জনপ্রিয়তা তৈরি করে নিয়েছিলেন সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন। তারপরে বাংলাতেও কাজ করেছেন তিনি। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করার পরে এবারে নিজের জীবনের এক অন্যদিক তিনি নিয়ে এলেন সকলের সামনে।
৯০ এর দশকে এক মিউজিক ভিডিওয়ের মাধ্যমে সকলের সামনে এসেছিলেন সেন পরিবারের এই কন্যা। মাত্র ১৬ বছর বয়সেই তিনি সকলের মন জয় করেছিলেন ওই ভিডিওর মাধ্যমে। ওই অল্প বয়সে জনপ্রিয় হওয়ার পরবর্তী কাহিনী তিনি তুলে ধরলেন সকলের সামনে।
ওই মিউজিক ভিডিওতে কাজ করার পরে তার কাছে বেশ কিছু সিনেমার অফার এসেছিল। যার দৌলতে তিনি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু ব্যাক্তিগত ভাবে তিনি খুশি ছিলেন না। বেশ কিছু হিট ফিল্ম তিনি দর্শকদের উপহার দিয়েছিলেন। তার পরেও তিনি খুশি ছিলেন না। আর তার কারণ ছিল জনপ্রিয়তা। যার প্রভাব পড়েছিল তার ব্যক্তিগত জীবনেও।
তিনি জানিয়েছেন বেশীরভাগ ক্ষেত্রে তাকে আবেদনময়ী রুপে দেখা গেলেও তিনি ব্যাক্তিগত ভাবে আদেও স্বাচ্ছন্দ্য ছিলেন না। যার জেরে বাকিরা ভেবেছিলেন তিনি সেই অর্থে ভাল অভিনেত্রী নন। সেন তনয়া আরও জানিয়েছেন এই কারণে তিনি কারো উপর কোন অভিযোগ করেন না।