তাড়াশে পৃথক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ থানাধীন মহিষলুটি বাজার ও ৯নং ব্রিজ এলাকায় মোট দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ও ৯নং ব্রিজ এলাকা থেকে হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনায় মহিষলুটিতে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া গেলেও আরেকজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। সংবাদপত্রের গাড়িতে থাকা নিহত ব্যাক্তির নাম শাহিন হাসান (৪৪)। তিনি জেলার উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়া গ্রামের সলিমুদ্দিনের ছেলে ও একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে একটি ট্রাক ও জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জননী পরিবহনের একজন মারা যান ও কয়েকজন আহত হন। তবে মৃতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, ভোর সোয়া ৫টার দিকে হাটিকুমরুল থেকে রাজশাহীগামী সংবাদপত্র পরিবহনের একটি গাড়ি এখানে পত্রিকা নামিয়ে রওনা দিতেই পেছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা দিলে সামনে থাকা ডালে