শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ বন্যার পানি কমতে থাকলেও সিরাজগঞ্জ জেলার শাহ্জাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়নের অধিকাংশ মাঠ ঘাট ও আবাদি জমি বন্যার পানিতে তলিয়ে রয়েছে। এছাড়া বন্যার পানির তীব্র স্রোতে শাহজাদপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল ধীতপুরে ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত ১ সপ্তাহে যমুনার দুর্গম চরাঞ্চল ধীতপুর গ্রামের শতাধিক ঘরবাড়ি যমুনা গর্ভে বিলিন হয়ে গেছে। রাক্ষুসী যমুনার ভাঙ্গনের তীব্রতায় এলাকাবাসি তাদের ঘরবাড়ি সরিয়ে নিতেও সময় পাচ্ছে না। এলাকাবাসী জানায়, যমুনা নদীর তলদেশে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে নিচ দিয়ে ঝর্ণার মতো কেটে বিশাল এলাকা জুড়ে নিচ দিকে দেবে যাচ্ছে। ওই ভয়াবহ ভাঙ্গনে এলাকাবাসি সর্বস্ব হারিয়ে নিঃস্ব ও ছিন্নমূলে পরিণত হচ্ছে এলাকার শত শত মানুষ। ধীতপুর গ্রামের গ্রাম পুলিশ আব্দুল মালেক জানান, ‘যমুনার পানি কমতে শুরু করার পর থেকে ওই গ্রামের ১ হাজার পরিবার তাদের বসতভিটা নিয়ে চরম উদ্বেগ আর উৎকন্ঠায় প্রতিটি মুহুর্ত অতিবাহিত করছেন। যমুনার কড়াল গ্রাসে গত ১ সপ্তাহে ওই গ্রামের আলেম, মোহাই হোসেন,হায়াত আলী,রাজু,রাজ্জাক, সর্দার,শরৎ, রফিকুল ইসলাম,ঠান্ডু মিয়া,হযরত আলী,মোহাম্মদ আলী, এনতাজ প্রাং,আক্কাছ আলী, শুকুর আলী, শহিদুল ইসলামসহ শতাধিক হতদরিদ্র গ্রামবাসীর ঘরবাড়ি যমুনা গর্ভে বিলিন হয়ে তারা পথে বসে গেছে। তাদের সরকারি বা বেসরকারিভাবে কোন অর্থ সহায়তা প্রদান করা হয়নি। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শন করলেও নদী ভাঙ্গন রোধে কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। এখনোও ওই গ্রামের প্রায় ১’শটি বাড়িঘর হুমকির মুখে রয়েছে। যে কোন সময় ওইসব বাড়িঘরও যমুনাগর্ভে বিলিন হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।’ এ ব্যাপারে এলাকাবাসী যমুনার কড়াল গ্রাস থেকে ধীতপুরবাসীকে রক্ষায় যথাযথ ব্যবস্থাগ্রহনের জন্য সংশ্লিষ্টদের আশু সুদৃষ্টি কামনা করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...