

তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন শামীম এ সাংবাদিক সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুরের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
এ সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেন শামীম সাংবাদিকদের বলেন, গত ৬ মাস ধরে ঢাকা ও চট্রগ্রাম বিভাগে তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরির ব্র্যান্ড গোলাপী জর্দ্দার হুবহু নকল গোলাপী জর্দ্দা তৈরী করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বাজারজাত করছে কিছু অসাধু ব্যাবসায়ীরা। তিনি আরও বলেন, মেসার্স তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরি শাহজাদপুর সিরাজগঞ্জের পন্য গোলাপী জর্দ্দার ডিজাইন, ট্রেডমার্ক, নাম ঠিকানা হুবহু নকল করে বাজার জাত করে আসছে। যাহা শাস্তিযোগ্য অপরাধ। নকল জর্দ্দা বাজারজাত করার ফলে আসল গোলাপী জর্দ্দার সুনাম নষ্ট হওয়াসহ আমরা ব্যাবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। এতে মেসার্স তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরির সুনাম ক্ষুন্ন হচ্ছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর হোসেন শামীম প্রতিকার চেয়ে গত ১৯ অক্টোবর ঢাকার যাত্রাবাড়ি থানায় একটি সাধারন ডায়রী করেছেন। জাহাঙ্গীর হোসেন শামীম এই জর্দ্দা তৈরী ও বাজারজাত করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সেই সাথে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।

শিক্ষাঙ্গন
কালের নব যাত্রাপথে ইব্রাহিম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শাহজা... নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর উপজেলায় ৯৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদ... সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের নাম মানুষের কাছে বেশ পরিচিত। তবে এখানে ঘুরে দেখার মতো আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে সেটি অনেকেই... প্রথম দিকে করোনা হয়েছিল। সেটা ভালোও হয়েছিল। কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাঁকে হাসপাতালে...
জাতীয়
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.) শাহ হাবিবুল্লাহ (রহ.) মাজারে ভক্তদের ভীড়
শিক্ষাঙ্গন
শাহজাদপুরে ৯৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য
তৃতীয় প্রজন্মের ভাবনা
শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার
বিনোদন
মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ