মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইপূর্বক ১’শ ৩৫ জন মুক্তিযোদ্ধা নন- এমন তালিকা প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি। উল্লেখ্য গত ১১ ফেব্রুয়ারি মন্ত্রণালয় কর্তৃক যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন থাকলেও দুইদফা সময় বাড়িয়ে যাচাই-বাছাই সম্পন্ন করে ১লা মার্চ বাদপড়া তালিকাটি শাহজাদপুর উপজেলা পরিষদের  নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়ার কাজটি সম্পন্ন করলেন।  ওই তালিকায় যারা মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন তারাই কেবল অন্তর্ভূক্ত রয়েছেন। যারা নতুন করে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন, তাদের তালিকা প্রকাশ করা হয়নি। শাহজাদপুর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক প্রকাশিত তালিকায় যারা মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্তিতে বাদ পড়েছেন, সেই তালিকা সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার শেরখালী গ্রামের মো : আবুল কালাম আজাদ, মাহফুজুল ইসলাম খান লোদী, নলুয়া গ্রামের মো : মনছের ভূঞা, দ্বারিয়াপুর গ্রামের শামছুজ্জোহা আলমাজি, শক্তিপুর গ্রামের আশরাফুল আলম, বাড়াবিল গ্রামের আব্দুল গফুর মিয়া, শক্তিপুর গ্রামের আমজাদ হোসেন, রামবাড়ী গ্রামের রমজান আলী, ছয় আনীপাড়ার কেএম সাইদুল ইসলাম রাঙ্গা, প্রাননাথপুর গ্রামের নুরুল ইসলাম, রূপপুর পুড়ান পাড়া মহল্লার মৃত মহিউদ্দিন আহমেদ মোন্নেম, দ্বারিয়াপুর গ্রামের আব্দুর রশিদ, আইকবাড়ী পাড়কোলা গ্রামের মুজাম্মেল হোসেন, শাহজাদপুর গ্রামের নজরুল ইসলাম, একই গ্রামের হোসেন আলী মোল্লা, পাড়কোলা গ্রামের তোফাজ্জল হোসেন, শেরখালী গ্রামের নুর হোসেন, শাহজাদপুর গ্রামের মকবুল হোসেন চৌধুরী, দ্বারিয়াপুর গ্রামের হেলাল উদ্দিন, শক্তিপুর গ্রামের মফিজ উদ্দিন শেখ, কান্দাপাড়া গ্রামের হোসেন আলী, পুকুরপাড় গ্রামের মোহাম্মদ আলী খান, কান্দাপাড়া গ্রামের মৃত আলী হোসেন, শক্তিপুর গ্রামের হোসেন আলী, কায়েমপুরের গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিল খাঁ, চিথুলিয়া গ্রামের খলিল সরকার, বনগ্রামের তয়জাল আকন্দ, চিথুলিয়া গ্রামের আরজান আলী সরকার, ব্রজবালা গ্রামের মৃত গোলবার হোসেন, চিথুলিয়া গ্রামের মোক্তার হোসেন বাবলু, বনগ্রামের সাখোয়াত হোসেন, নলুয়া গ্রামের আহের আলী মোল্লা, দ্বারিয়াপুর গ্রামের তৈমুর ফারুক মুন্না, তালতলা গ্রামের সোনাউল্লাহ মিয়া, পুকুরপাড় গ্রামের আব্দুস শুকুর, বাড়াবিল গ্রামের নুরুল হক, রুপপুর গ্রামের এমদাদুল হক ছাদেম, দ্বারিয়াপুর গ্রামের বাদশা বেপারী, একই গ্রামের মৃত এসএম সামছুজ্জামান বাবলু, দ্বাবারিয়া গ্রামের সাগর বেপারী, ব্রজবালা গ্রামের মন্তাজ আলী, চিনাধুকুরিয়া গ্রামের মরহুম গোলাম হোসেন, বনগ্রামের হুসাইন আলী, হরিরামপুর গ্রামের আবু হানিফ, হলদিয়ার গ্রামের আব্দুল মান্নান, চিথুলিয়ার রওশন আলী, ব্রজবালার জামাল উদ্দিন, চকহরিপুরের রহিম উদ্দিন, একই গ্রামের আক্তার হোসেন, মাকড়কোলার ইসমাইল হোসেন, গাড়াদহ’র আব্দুস সাত্তার, শাহজাদপুর গ্রামের সামছুল আলম, একই গ্রামের মৃত আবুল কাশেম, একই গ্রামের খলিলুর রহমান, একই গ্রামের মৃত লুৎফর রহমান চৌধুরী, একই গ্রামের হামিদুল হক হিরো, রূপবাটির আনছার আলী, পোরজনার সিরাজউদ্দৌলা, পোরজনার গোলাম কিবরিয়া, একই গ্রামের মুসলিম উদ্দিন আনোয়ার, একই গ্রামের সিরাজুল ইসলাম, একই গ্রামের আরশেদ আলী, ইসলামপুর ডায়ার মহির উদ্দীন, শাহজাদপুর গ্রামের মৃত সৈয়দ মকবুল হোসেনের ছেলে সৈয়দ শুকুর মাহমুদ, আড়কান্দির আব্দুল হালিম সরকার, কৈজুরীর আক্তারুজ্জামান ছামী, একই গ্রামের নিজাম উদ্দিন, একই গ্রামের ফজলুল হক, গাড়াদহের কেএম মোখলেছুর রহমান (দুদু), একই গ্রামের মোজাহারুল ইসলাম, বলদিপাড়ার মৃত আবু শামা, মাকড়কোলার শামছুল ইসলাম, হলদিঘরের মরহুম দেলবার হোসেন, মাকড়কোলার মৃত জুরান সরকারের ছেলে শুকুর মাহমুদ, মশিপুরের খোরশেদ আলম, কুঠিসাতবাড়িয়ার আলহাজ্ব মো: আলীমুদ্দিন মিয়া, আব্দুল রাজ্জাক, শাহাদৎ হোসেন খান, ভেন্নাগাছির রোকেয়া খাতুন, নূর মোহাম্মদ, মৃত আব্দুস সাত্তার, ঘোড়শালের হাবিবুর রহমান, কাদাইবাদলার লুৎফর রহমান, ধরজামতৈলের মমতা মহল, মড়াকাদই’র মৃত রহমতুল্লাহর ছেলে শুকুর আলী, কুঠি সাতবাড়িয়ার শাহাদত হোসেন, চর বেতকান্দির জালাল প্রাং, উল্টাডাবের গোলাম হোসেন, আব্দুল মজিদ মোল্লা, রতনকান্দি দক্ষিণপাড়ার আবুল কালাম আজাদ, রতনকান্দির জাহাঙ্গীর হোসেন, শেলাচাপড়ীর শাহাদত হোসেন, খাস সাতবাড়িয়ার আলহাজ্ব মো: সেরাজুল ইসলাম, দেওয়ান তারুটিয়ার ফরহাদ হোসেন, রানীকোলার মৃত ইমান আলী, ভুলবায়ড়ার আইয়ুব আলী, ভাটপাড়ার আবু সাঈদ শিকদার, কাকুরিয়ার নেকবার শেখ, রানীকোলার মরহুম আবু মুছা, পোতাজিয়ার জাকিরুল ইসলাম, আব্দুর রহমান, বহলবাড়ীর মৃত এম ওমর আলী, নুকালী উত্তরপাড়ার মরহাদ মির্জা, নুকালীর মোয়াজ্জেম হোসেন, আব্দুর রশিদ মাহমুদ, গাজিউর রহমান, ধরজামতৈলের এ কে এম মহি উদ্দিন, শাহজাহান আলী, শ্যামলী পাড়া উল্লাপাড়ার মৃত এমদাদুল হক, কুঠিসাতবাড়িয়ার নুরুল ইসলাম, আব্দুল জলিল, আব্দুর রাজ্জাক, ভেন্নাগাছির আয়নুল হক, নুর মোহাম্মদ, সাতবাড়িয়ার আবু সাঈদ চৌধুরী, শিবরামপুরের আব্দুল মালেক, চরবেতকান্দির জসিম উদ্দিন, মৃত মহসীন আলী, বেতকান্দির শহিদুল্লাহ, বাশবাড়িয়ার আবুল কালাম আজাদ, খাস সাতবাড়িয়ার এস এম এ সালাম, উল্টাডাব দক্ষিণপাড়ার রওশন আলী সরদার, উল্টাডাবের হাতেম আলী, জামিরতার আব্দুল রশিদ, জোতপাড়ার শফিকুল ইসলাম (আমজাদ), জামিরতার জসিম উদ্দিন সরকার (ফটিক), উল্টাডাবের জয়নাল আবেদীন, গঙ্গাপ্রাসাদের মৃত আব্দুল বাতেন সরকার, শেলাচাপড়ীর লতিফ সরকার, বাঘাবাড়ীর আব্দুল কাদের সরকার, আনছার আলী প্রাং, চরধুনাইলের আব্দুল মতিন, খামারশানিলার আব্দুল খালেক সরদার, বর্ণিয়ার অমোদ আলী, পুরান টেপরির আবু হান্নান সরকার, আব্দুস সাত্তার, গাড়াদহের সুমিত্রা রাণী, নবীপুর ডিগ্রীচরের শাহবাজ আলী, পুরানটেপরির আমজাদ হোসেন, পোতাজিয়ার ড. মো: জহুরুল ইসলাম, পোতাজিয়ার আব্দুল ওহাব, আব্দুল মতিন তালুকদার, চরনবীপুরের আ: রাজ্জাক, মৃত আব্দুস সামাদ, পুরানটেপরির একেএম নজরুল ইসলাম, গাড়াদহের আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, মশিপুরের আব্দুস সালাম, নরিনার নুর হোসেন, নাবাবিলার সাখাওয়াত হোসেন, নগরডালার শ্রী বাদল চন্দ্র চৌধুরী, হাবিবুল্লাহনগরের মৃত আ: রাজ্জাক (রাজ আলী), কুঠিসাতবাড়িয়ার নজরুল ইসলাম, শাহজাদপুরের লিয়াকত আলী খান লোদী, গাড়াদহের মৃত ইমদাদুল হক, পোতাজিয়ার আব্দুর রহিম মিয়া, পোতাজিয়ার ডা. মরহুম গোলাম মওলার ছেলে রেজাউল করিম, আব্দুল মান্নান সরকার, রূপবাটির আব্দুল কুদ্দুসসহ মোট ১’শ ৩৫ জন মুক্তিযোদ্ধা নন হিসেবে যাচাই বাছাই শেষে তাদের নাম প্রকাশ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

শাহজাদপুর

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার-এর নামে সড়ক নামকরণের উদ্বোধন...

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

অর্থ-বাণিজ্য

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুর, বিন্দু সিরাজগঞ্জের ত...