বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শনিবার সকাল থেকে দিনব্যাপী যুগান্তর উৎসব পালিত হয়েছে। দিনব্যাপী এ উৎসবের মধ্যে ছিল,বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা,কেক টাকা,মিষ্টি বিতরণ,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল,কবিতা আবৃত্তি,নাচ ও গান। শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ এ উৎসবের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন,শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড.ফখরুল ইসলাম,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান। শাহজাদপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি শাহবাজ খান সানির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, চৌহালি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান,শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু,সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি,প্রেসক্লাব,শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টু,কবি মমতাজ উদ্দিন,কবি ম.জাহান,কবি ও নাট্যকার কাজী শওকত,অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু,কবি সোহরাব হোসেন রূপক,কবি বাবুল আক্তার খান,কবি শুকুর মাহমুদ,তাকিবুন্নাহার তাকি প্রমূখ। কবিতা আবৃত্তি,নাচ ও গান পরিবেশন করেন শাহজাদপুর পূরবী সঙ্গীত বিদ্যালয়ের শিল্পী আকাশ,কেকা,সুরঞ্জন,শুভ,অঙ্কিতা,নিমাই,শ্যামল কুমার সাহা,আবৃত্তিতে অঙ্কিতা,ইমন হাসান,দীলিপ কুমার,শুভ,সোহরাব হোসেন,আলাউদ্দিন,নৃত্যে শুভশ্রী অঞ্জনা। এ অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন,শাহজাদপুর পূরবী থিয়েটার,ভোর হোল ও ফকরুল মেমরিয়াল স্কুল। এ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন,চৌহালির সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম (দৈনিক খোলা কাগজ),আল ইমরান মনু (দৈনিক সংবাদ বাংলাদেশ),ইমরান হোসেন আপন (দৈনিক জাগো জনতা), শাহজাদপুরে কর্মরত সাংবাদিক ওমর ফারুক(এশিয়ান টিভি),রাজিব রাসেল( নতুন সময় টিভি), শফিউল ইসলাম লাইফ (দৈনিক ইত্তেফাক),কোরবান আলী লাভলু (দৈনিক সমকাল),আল আমিন হোসেন (দৈনিক দিনকাল), মাসুদ মোশারফ (দৈনিক আজকালের খবর),ফারুক হাসান কাহার (ডেইলি বাংলাদেশ), আমিনুল ইসলাম (দৈনিক খোলা কাগজ), জহুরুল ইসলাম(দৈনিক আমার সংবাদ),সাগর বসাক (দৈনিক করতোয়া),আব্দুল কুদ্দুস (দৈনিক ভোরের কাগজ),সোনা মিয়া(আনন্দ টিভি),বাবুল হোসেন(আনন্দ টিভি),আমিনুল ইসলাম(দৈনিক খোলা কাগজ),মামুন রানা(দৈনিক জনতা),জাকারিয়া মাহমুদ(ঢাকা প্রতিদিন),নয়ন আলী( সময়ের আলো),এমএ হান্নান (বার্তা বাজার)। স্বজন বন্ধুদের মধ্যে উপস্তিত ছিলেন, স্বাধীন,আরমান,অমিত,আপন,সিয়াম,আকাশ,মেঘ,রোদ্দুর,আলাউদ্দিন,মনিরুল ইসলাম,আশা,চাদনী,জান্নাত,আখি,সুমাইয়া,রূপসী,সাদিয়া,জুয়েলরানা,নাফিজ ইকবাল,হাসিব,মেহেদী,মানিক,রতন,আশিক।

সম্পর্কিত সংবাদ

পাবনা-সিরাজগঞ্জে ভেজাল দুধ প্রস্তুতকারি অসাধু চক্র ফের সক্রিয়

অপরাধ

পাবনা-সিরাজগঞ্জে ভেজাল দুধ প্রস্তুতকারি অসাধু চক্র ফের সক্রিয়

শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশের নিউজিল্যান্ড খ্যাত জনপদ শাহজাদপুরসহ পাবনা-সিরাজগঞ্জের বিভিন্ন দুগ্ধসমৃদ্...

শাহজাদপুরে যুব জোটের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

শাহজাদপুরে যুব জোটের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শনিবার (১৪ মে) দুপুরে স্থানীয় জাসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বর হয়ে মণিরামপুর বাজরে...

উল্লাপাড়ায় বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানো নিয়ে সংঘর্ষ আহত ১২

সিরাজগঞ্জ জেলার সংবাদ

উল্লাপাড়ায় বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানো নিয়ে সংঘর্ষ আহত ১২

বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মোট ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬জনকে গুরুতর অবস্থায় সিরাজগ...

শাহজাদপুরে মৎস্য সপ্তাহ উদ্যাপন

শাহজাদপুরে মৎস্য সপ্তাহ উদ্যাপন

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শাহজাদপুরে দিনব্য...